চুলা থেকে বেলুনে গ্যাস ভরতে গিয়ে বিস্ফোরণ, দগ্ধ ৩

নিজস্ব প্রতিবেদক,ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ জুন ২০১৭, ১৪:৫৭
অ- অ+

রাজধানীর পল্লবী এলাকায় রবিবার সকালে গ্যাসের পাইপ লাইন বিস্ফোরণে মা-মেয়েসহ তিনজন দগ্ধ হয়েছেন।

এরা হলেন-হনুফা বেগম ও তার মেয়ে জেসমিন আক্তার এবং বেলুন ব্যবসায়ী মেহেদী হাসান।

দগ্ধ মা-মেয়েকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হনুফার মামাতো ভাই শাহিন বলেন, আজ রবিবার সকাল সাড়ে ১০ টার সময়ে পল্লবী থানা মিরপুর ৭ নম্বরের পাঁচ নম্বর সড়কের ২১৯ নম্বর বাড়ির রকির ভাড়াটিয়া বেলুন ব্যবসায়ী মেহেদী হাসান রান্না ঘরের গ্যাসের পাইপ লাইন থেকে বেলুনে গ্যাস ভরছিল। ওই সময়ে গ্যাসের পাইপ বিস্ফোরণে মেহেদী হাসান, হনুফা বেগম ও তার মেয়ে জেসমিন দগ্ধ হয়। পরে দুপুর সাড়ে ১২ টার সময়ে মা মেয়েকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের জরুরি বিভাগে আনা হয়।

হনুফার স্বামীর নাম মোতাহার হোসেন আর জেসমিন আক্তারের স্বামীর নাম গিয়াস উদ্দিন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডা. পার্থ শঙ্কর পাল বলেন, হনুফার শরীরের ১০ শতাংশ ও জেসমিনের শরীরের ১৮ শতাংশ পুড়ে গেছে। এখনও পর্যন্ত তাদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে।

(ঢাকাটাইমস/১৮জুন/এএ/জেডএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
একদিন আগেই ভারতের বিপক্ষে তৃতীয় টেস্টের একাদশ ঘোষণা অস্ট্রেলিয়ার
বিজনেস, বিনোদন, স্পোর্টস রিপোর্টার ও প্রেজেন্টার খুঁজছে ঢাকা টাইমস
‘যে জলে আগুন জ্বলে’র কবি হেলাল হাফিজের প্রয়াণ
ভাবতাম সিনেমা মুক্তির পর ফারুকী ভাই দেশে থাকবেন কীভাবে?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা