লাইভ কনসার্ট উপস্থাপনায় লিজা
পবিত্র ঈদ-উল-ফিতরে একুশে টেলিভিশন দর্শকদের জন্য নিয়ে আসছে সাতদিনব্যাপি বর্ণাঢ্য ঈদ আয়োজন। আর এই আয়োজনে সাতদিনই থাকছে ‘ফোন লাইভ স্টুডিও কনসার্ট’। এ প্রজন্মের জনপ্রিয় কন্ঠশিল্পী লিজার উপস্থাপনায় লাইভ স্টুডিও কনসার্টে সঙ্গীত পরিবেশন করবেন দেশের সনামধন্য শিল্পী এবং ব্যান্ড তারকারা।
এই আয়োজনে ঈদেরদিন সঙ্গীত পরিবেশন করবেন ব্যান্ড দল জলের গান, ঈদের দ্বিতীয় দিন শিল্পী ন্যান্সি, ঈদের তৃতীয়দিন শিরোনামহীন, ঈদের চতুর্থদিন সফি মন্ডল এবং জুয়েল, ঈদের পঞ্চমদিন শিল্পী পড়শী, ঈদের ষষ্ঠদিন সঙ্গীত পরিবেশন করবেন বারি সিদ্দীকি এবং ঈদের সপ্তম দিন সঙ্গীত পরিবেশন এস আই টুটুল।
আসাদুজ্জামান আসাদ এবং মাসুদুজ্জামান সোহগের প্রযোজনায় ঈদের দিন থেকে ঈদের সপ্তমদিন পর্যন্ত প্রতিদিন রাত ১২টায় প্রচার হবে অনুষ্ঠানটি।
ঢাকাটাইমস/এমইউ
মন্তব্য করুন