রংপুরে দুই সন্ত্রাসীর ১৭ বছরের কারাদণ্ড

প্রকাশ | ১৮ জুন ২০১৭, ১৭:২৮

রংপুর ব্যুরো, ঢাকাটাইমস

রংপুরে দুই শীর্ষ সন্ত্রাসীর ১৭ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। তারা হলেন পলাশ ও মুন্না।

রবিবার দুপুরে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এই রায় ঘোষণা করেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল মালেক ঢাকাটাইমসকে জানান, হত্যাসহ ২১ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী পলাশকে ২০১৪ সালের ৮ এপ্রিল গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে রংপুর নগরীর গুড়াতিপাড়ায় শ্যালক মুন্নার বাড়িতে অস্ত্র থাকার কথা জানান তিনি। পরে পুলিশ মুন্নার বাড়ি থেকে একটি শার্টার গান, দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

পিপি আরও জানান, এ ঘটনায় কোতোয়ালি থানার উপপরিদর্শক হারেছ শিকদার বাদী হয়ে একটি মামলা করেন। মামলায় ১০ জনের সাক্ষ্য ও জেরাগ্রহণ শেষে  পলাশ ও মুন্নাকে দোষী সাব্যস্ত করে ১৭ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।

ঢাকাটাইমস/১৮জুন/আরআই/এমআর