ঐশীর ‘আলতা রাঙা পায়’
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
প্রকাশিত : ১৮ জুন ২০১৭, ১৮:২৮
তরুণ গীতিকার এ. কাদেরের কথায় কণ্ঠশিল্পী ঐশীর গাওয়া ‘আলতা রাঙা পায়’ ইতোমধ্যেই দর্শক-শ্রোতার মন জয় করে নিয়েছে। ঈদ উপলক্ষে গানটি এনেছে সিডি চয়েস।
মিল্টন খন্দকারের সুরে গানটির মিউজিক করেছেন জে কে মজলিশ। গানের বিষয়ে জানতে চাইলে গীতিকার এ.কাদের বলেন, `এটি আমার লেখা প্রথম গান। প্রথম গানই দশর্কের মন কেড়েছে। আমি আনন্দিত ও গর্বিত।‘
ঐশী বলেন, `কথাগুলো চমৎকার হওয়ায় গানটি গাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করি। গানটির সুর ও মিউজিক অসাধারণ হয়েছে। দর্শক গানটি ভালোভাবে নিয়েছে বলে আমি কৃতজ্ঞ।’
ঢাকাটাইমস/১৮জুন/এমইউ
মন্তব্য করুন