ইতালিতে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত
জীবন ও জীবিকার তাগিদে কয়েক বছর আগে ইতালিতে পাড়ি জমান বাংলাদেশি দুই তরুণ। হাজারো প্রতিকুলতা পেরিয়ে যখন নিজের একটু গুছিয়ে নিয়েছিলেন, ঠিক তখনই এক সড়ক দুর্ঘটনায় নিভে যায় তরতাজা দুটি প্রাণ।
শুক্রবার স্থানীয় সময় দুপুরে ইতালির ভেনেতো প্রদেশের রবিগো শহরে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থলেই নিহত হন
ঢাকার কেরানীগঞ্জের ভাওয়াল মনহরিয়া গ্রামের আমিরুল ইসলাম ও সুমন আহম্মেদ রানা।মৃত দুজনের প্রতিবেশী ইতালি প্রবাসী আবুল কালাম সাইমন তার ফেসবুক স্ট্যাটাসে মৃত্যুর খবর দেন এবং পরে তার সাথে ফোনে যোগাযোগ করলে তিনি দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
নিহত দুজন মামাতো-ফুফাতো ভাই।
জানা গেছে, একটি মালবোঝাই ভ্যানগাড়ি বিপরীত দিক থেকে আসা তেলবাহী গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তারা প্রাণ হারান। একই ঘটনায় সোলেভানিয়ার এক নাগরিক আহত হন। আমিরুল ইসলামের দেশে স্ত্রী এবং সাত বছরের একটি মেয়ে রয়েছে। তারা তিন ভাই এক বোন। ভাইদের সকলেই ইতালি প্রবাসী।
এদিকে সুমন আহম্মেদের দেশে স্ত্রী এবং আট মাসের একটি শিশু পুত্র রয়েছে। পুত্রের মুখ দেখার আগেই না ফেরার দেশে চলে গেলেন সুমন আহম্মেদ।
(ঢাকাটাইমস/১৮জুন/সিকে/এলএ)
মন্তব্য করুন