ফরিদপুরে বজ্রপাতে একই পরিবারের তিনজন নিহত
ফরিদপুরের চরভদ্রাসনে বজ্রপাতে একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন।
রবিবার বিকাল চারটার দিকে উপজেলার সদর ইউনিয়নের মাথাভাঙ্গা এলাকার পদ্মা নদীর তীরে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, শেখ আরজান, তার স্ত্রী আনোয়ারা বগম ও তাদের মেয়ে বিথী আক্তার। তারা সদরপুর উপজেলার আকটের চর ইউনিয়নের কুপারাম গ্রামের বাসিন্দা। নিহত অপরজন মাথাভাঙ্গা এলাকার জমির মোল্লার ছেলে বিল্লাল মোল্লা।
এলাকাবাসীরা জানায়, নিহতরা মাথাভাঙ্গা এলাকায় একটি বাদামক্ষেত থেকে বাদাম তুলছিল। এ সময় বজ্রপাত হলে একই পরিবারের তিনজন ঘটনাস্থলেই নিহত হন। আহত বিল্লালকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রামপ্রসাদ ভক্ত বজ্রপাতে চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকাটাইমস/১৮জুন/প্রতিনিধি/এমআর
মন্তব্য করুন