শুক্র-শনি খোলা থাকবে কাস্টমস হাউজ

প্রকাশ | ১৮ জুন ২০১৭, ২১:৩০

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

আগামী ২৩ থেকে ২৫ জুন তিন দিন সব কাস্টমস হাউজ ও শুল্ক স্টেশন খোলা রাখার নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।  এর মধ্যে শুক্র ও শনিবারও রয়েছে।

রবিবার এনবিআরের সদস্য (শুল্কনীতি) মো. লুৎফর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়, ঈদুল ফিতর উপলক্ষে ২৩ থেকে ২৫ জুন তিন দিন দেশের আমদানি ও রপ্তানি বাণিজ্য সচল রাখার স্বার্থে সব কাস্টমস হাউজ ও শুল্ক স্টেশনসমূহ খোলা থাকবে। এসময় কাস্টমস হাউজ ও শুল্ক স্টেশনে ন্যূনতমসংখ্যক কর্মকর্তা-কর্মচারী রাখা, আমদানি-রপ্তানি সুষ্ঠুভাবে পরিচালনা ও নির্দেশনা বাস্তবায়নে কমিশনারদের নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া তিন দিন সব কাস্টমস হাউজ ও শুল্ক স্টেশন এলাকায় ব্যাংক ও অত্যাবশ্যক স্টেকহোল্ডিং প্রতিষ্ঠানও খোলার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়।

(ঢাকাটাইমস/১৮জুন/জেআর/জেবি)