চুয়াডাঙ্গায় প্রতিবন্ধীর ঘরে আগুন, পুড়িয়ে হত্যার অভিযোগ

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ জুন ২০১৭, ২১:৩১
অ- অ+

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় ফারুক হোসেন নামে এক প্রতিবন্ধীকে ঘরে আটকে রেখে আগুন লাগিয়ে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার বিকালে উপজেলার প্রাগপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ফারুক হোসেন উপজেলার প্রাগপুর গ্রামের চায়েন উদ্দিনের ছেলে। তিনি মানুষিক প্রতিবন্ধী ছিলেন।

স্থানীয়রা জানায়, দুপুরে ফারুকের বাড়ির তার শোবার ঘর থেকে ধোয়া বের হতে থাকে। এসময় স্থানীয় লোকজন তার ঘর বাইরে থেকে লাগানো দেখে। পরে ঘর খুলে তার আগুনে পোড়া লাশ দেখতে পায়।

নিহতের ভগ্নিপতি আহমদ আলী অভিযোগ করেন, ফারুক মানষিক প্রতিবন্ধী হওয়ায় তাকে প্রায় সময়ই নানাভাবে নির্যাতন করত তার পরিবারের লোকজন ও প্রতিবেশীরা। বেশ কিছুদিন আগে ফারুক তার প্রতিবেশী মজিদের বৈদ্যুতিক মিটার ভেঙে ফেলে। এ ঘটনায় রবিবার সকালে ফারুককে তার ঘরে আটকে রাখে মজিদ, আব্দুল, রকিবুল ও রেজাউলসহ আরো কয়েকজন প্রতিবেশী। পরে তাকে বাইরে থেকে ঘরে আগুন লাগিয়ে দেয়। এতে তার আগুনে পুড়ে মৃত্যু হয়।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) লুৎফুল কবীর জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়। উদ্ধার করে লাশটি ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় নিহতের পিতা আলমডাঙ্গা থানায় একটি অভিযোগপত্র দায়ের করেছেন।

(ঢাকাটাইমস/১৮জুন/প্রতিনিধি/এলএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২৯ দিনে ভোমরা বন্দর দিয়ে এসেছে ৩৫ হাজার টন চাল 
জুট ব্যবসাকে কেন্দ্র করে ভালুকায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২৫
শেখ হাসিনা ভারতকে সঙ্গে নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন: জুয়েল
মানুষের আস্থার প্রতীক হিসেবে কাজ করছে আনসার-ভিডিপি: মহাপরিচালক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা