প্রধানমন্ত্রীর নির্দেশে হামলা, বাস্তবায়নে হাছান মাহমুদ: গয়েশ্বর

নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ জুন ২০১৭, ২২:৪২

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ওপর হামলা চালানো হয়েছে। বাস্তবায়ন করেছেন রাঙ্গুনিয়ার এমপি হাছান মাহমুদ। যিনি বেশি কথা বলেন।’

রবিবার নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা শিল্পনগরী স্কুল মাঠে উপজেলা বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে গয়েশ্বর এসব কথা বলেন। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম মান্নানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নেতা আব্দুস সালাম আজাদ, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমূল আলম খন্দকার, জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক মামুন মাহমুদ প্রমুখ।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়েকদিন আগে সুইডেনে গিয়ে বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, বিএনপি ২০১৪ সালের নির্বাচনে অংশ না নিয়ে ভুল করেছেন। ভবিষ্যতে যাতে এই ভুল না করেন। আমি বলি ২০১৪ সালে বিএনপি নির্বাচনে যায়নি, বাংলাদেশের ৯৫ ভাগ মানুষও ভোটকেন্দ্রে যায়নি। সুতরাং দেশের মালিক জনগণ। জনগণ যখন ভুল করেনি বিএনপিও নির্বাচনে না গিয়ে ভুল করেনি। বিএনপি সঠিক কাজ করেছে।’ তিনি শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনি যাহা করেছেন তাহা অপরাধ। আমি আপনাকে অনুরোধ করবো ভবিষ্যতে এ ধরনের অপরাধ আর করবেন না।’

গয়েশ্বর বলেন, ‘আপনারা কে প্রার্থী হবে কে হবেন না সেটা বিষয় না। বিষয়বস্তু একটি। হাসিনার অধীনে নির্বাচন হলে বাংলাদেশে আবার গজব নামবে। যদি গজবের হাত থেকে বাঁচতে চান, নির্বাচনের কথা বাদ দিয়ে আন্দোলন সংগ্রামের মাধ্যমে হাসিনামুক্ত একটি সরকার গঠন করে সেই সরকারের অধীনে নির্বাচন হবে। সেই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে।’

(ঢাকাটাইমস/১৮জুন/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :