মির্জাপুরে কৃষক শ্রমিক জনতা লীগের ইফতার মাহফিল
টাঙ্গাইল মির্জাপুরে কৃষক শ্রমিক জনতা লীগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার মির্জাপুর বিশ্ববিদ্যালয়ের ভবানী প্রসাদ সাহা অডিটরিয়ামে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মির্জাপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের মো. আমজাদ সিকদারের সভাপতিত্বে ইফতারপূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্ততা করেন টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক হাসমত আলী নেতা, মহিলা বিষয়ক সম্পাদিকা মনোয়ারা মনি, জেলার নেতা আবদুল গাফফার গফুর, মির্জাপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক আরমান হোসেন তাপস, সাংগঠনিক সম্পাদক মোকলেছুর রহমান, যুব আন্দোলনের সাধারণ সম্পাদক খন্দকার মনিরুজ্জামান, আব্দুল আলিম প্রমুখ।
পরে দেশ-জাতির কল্যাণ ও কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরোত্তমের দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়। ইফতার মাহফিলে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও খেলাফত মজলিসের উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/১৮জুন/প্রতিনিধি/ইএস)
মন্তব্য করুন