পাকুন্দিয়ায় অস্বচ্ছলদের নগদ অর্থ দিলেন এমপি সোহরাব
কিশোরগঞ্জ-২ (কটিয়াদি-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র সম্পর্কিত মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৫৫জন অস্বচ্ছল ব্যক্তিকে আর্থিক সাহায্য করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে শনিবার বিকেলে সংসদীয় ঐচ্ছিক ফান্ড থেকে এমপির নামে বরাদ্দকৃত তিন লাখ ২৫হাজার টাকা বিতরণ করেন তিনি।
এসময় ইউএনও অন্নপূর্ণা দেবনাথ, ওসি মোহাম্মদ সামসুদ্দিন, পৌরমেয়র আক্তারুজ্জামান খোকন, উপজেলা আওয়ামী লীগের যুগ্মআহ্বায়ক মোতায়েম হোসেন স্বপন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ ও এমপির ব্যক্তিগত সহকারী বাবু মধুসূদণ বণিক প্রমুখ উপস্থিত ছিলেন।
ঈদের আগ মুহূর্তে অনুদানের টাকা পেয়ে উচ্ছাস প্রকাশ করেন টাকা গ্রহীতারা।
(ঢাকাটাইমস/১৯জুন/প্রতিনিধি/ইএস)
মন্তব্য করুন