ঈদের ছুটি বাড়তে পারে

প্রকাশ | ১৯ জুন ২০১৭, ০৮:৫২ | আপডেট: ১৯ জুন ২০১৭, ০৯:১৭

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

ঈদের ছুটি তিন দিন বাড়তে পারে। এ-সংক্রান্ত একটি প্রস্তাব  মন্ত্রণালয় তৈরি করেছে। আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে সেটি তোলা হবে। প্রস্তাবটি পাস হলে ঈদের ছুটি তিন দিনের বদলে ছয় দিন হবে।  

মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, এই অতিরিক্ত তিন দিন ছুটি পরে নৈমিত্তিক ছুটি থেকে সমন্বয় করা হবে।

প্রস্তাবটি পাস হলে এবার ঈদের ছুটি শুরু হবে ২৪ জুন।

সূত্র আরো জানায়, তিন দিন  ছুটি বাড়বে কোরবানির ঈদেও। ফলে দু্ই ঈদেই সরকারি ছুটি থাকবে ছয় দিন করে। আর শুধু এবারই নয়, সব সমযের জন্য এই বাড়তি ছুটি অনুমোদন হতে পারে।

(ঢাকাটাইমস/১৯জুন/মোআ)