সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক
মৌলভীবাজারে কমলগঞ্জ উপজেলায় লাউয়াছড়া জাতীয় উদ্যানের মাগুড়ছড়া এলাকায় পাহাড় ধসের দুই ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে স্বাভাবিক হয়।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্কতা মুজিবুর রহমান ঢাকাটাইমসকে বিষয়টি নিশ্চিত করেছেন।
শ্রীমঙ্গল রেলওয়ে মাস্টার জাফর আলম জানান, আটকাপড়া কালনি আন্তঃনগর ট্রেন ও জয়ন্তিকা আন্তঃনগর ট্রেন ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে।
মৌলভীবাজারে কমলগঞ্জ উপজেলায় লাউয়াছড়া জাতীয় উদ্যানের মাগুড়ছড়া এলাকায় পাহাড় ধসে সকাল ৯ টা থেকে সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ ছিল।
(ঢাকাটাইমস/১৯জুন/প্রতিনিধি/জেডএ)
মন্তব্য করুন