দুই বছর পেছাল টি-টোয়েন্টি বিশ্বকাপ

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৯ জুন ২০১৭, ১৬:৫৭ | প্রকাশিত : ১৯ জুন ২০১৭, ১৩:৫৯
ফাইল ছবি

২০১৮ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেটি স্থগিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। সদস্য দেশগুলোর ‘ব্যস্ততা’র কারণে দুই বছর পেছাল টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেক্ষেত্রে পরের টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ২০২০ সালে।

২০১৮ সালে টেস্ট খেলুড়ে দেশগুলো দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে ব্যস্ত থাকবে। এছাড়া অনেক দেশে অনুষ্ঠিত হবে নিজস্ব ফ্র্যাঞ্চাইজি লিগ। যে কারণে বিশ্বকাপ আয়োজনে বেকায়দায় পড়বে আইসিসি। খবর বার্তা সংস্থা পিটিআই।

২০০৭ সালে দক্ষিণ আফ্রিকা, ২০০৯ সালে ইংল্যান্ড, ২০১০ সালে ওয়েস্ট ইন্ডিজ এবং ২০১২ সালে শ্রীলঙ্কা স্বাগতিক দেশ হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন করে।

এরপর ২০১৪ সালে বাংলাদেশ স্বাগতিক দেশের মর্যাদা লাভ করে। ২০১৬ সালে ভারত এ প্রতিযোগিতায় স্বাগতিক দেশ হিসেবে মনোনীত হয়।

উল্লেখ্য, ভেন্যুর কথা আইসিসি না জানালেও ২০২০ সালে দক্ষিণ আফ্রিকা অথবা অস্ট্রেলিয়াতেই টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের সম্ভাবনা আছে।

(ঢাকাটাইমস/১৯জুন/জেইউএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :