নতুন ধরনের কম্পিউটার কেসিং বাজারে

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ জুন ২০১৭, ১৪:৩৩

দেশের বাজারে নতুন ধরনের কম্পিউটার কেসি আনলো গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড। এটি বিশ্ববিখ্যাত গেমিং কেসিং ব্র্যান্ড ‘ফ্যানটেকস’ এর তৈরি। প্রতিষ্ঠানটি ‘ইনথো সিরিজ’ এবং ‘ইকলিপস সিরিজ’। এই সিরিজে ১৩টি মডেল পাওয়া যাচ্ছে।

আধুনিক এই ব্র্যান্ডটিতে আছে প্রিমিয়াম গেমিং কেস যার মধ্যে রয়েছে আর্কষণীয় কালার অপশন, বিশেষ মেটাল কোয়ালিটি, টেম্পার গ্লাস মডেল। যা পিসি এসথেটিক কনফিগারেশনের জন্য আদর্শ।

বিশেষ ভাবে নির্মিত ফ্যানটেকসে আছে আরজিবি এলইডি লাইট কন্ট্রোল এবং ইল্যুমিনেশন, প্রিমিয়াম ফ্যান প্রি-লোডেড, ওয়াটার কুলিং সুবিধা, মিড টাওয়ার থেকে আল্ট্রা টাওয়ার মডেল। যা একে ভিন্ন করে তুলেছে এই প্রতিযোগিতামূলক বাজারে।

গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড ফ্যানটেকসের একমাত্র সোল ডিসট্রিবিউটর।

(ঢাকাটাইমস/১৯জুন/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :