মুসা ইব্রাহীম এবার গৃহবন্দী!

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৯ জুন ২০১৭, ১৬:৪৯ | প্রকাশিত : ১৯ জুন ২০১৭, ১৬:৩৫

এভারেস্ট জয়ী প্রথম বাংলাদেশি মুসা ইব্রাহীম আরো দুই অভিযাত্রীসহ পাপুয়া নিউগিনির সর্বোচ্চ পর্বত মাউন্ট কার্সটেঞ্জ পিরামিড জয় করতে গিয়ে দুর্গম পাহাড়ে আটকা পড়েন। পাঁচ দিন পর এই তিন জনকেই উদ্ধার করা হয়েছে।

তবে দেশে ফেরার পথ ধরতে পারছেন না তারা। তিমিকার হেলিকপ্টার প্রতিষ্ঠান এশিয়াওয়ানের বিমাতাসুলভ আচরণের কারণে অনেকটা গৃহবন্দী অবস্থায় আছেন তারা। এক ফেসবুক বার্তায় এমন তথ্য দিয়েছেন মুসা ইব্রাহীম।

তিনি লিখেছেন- ‘‘আমাদের পাসপোর্ট অবৈধভাবে বাজেয়াপ্ত করে গৃহবন্দী করে রেখেছে তিমিকা'র হেলিকপ্টার কোম্পানি - এশিয়াওয়ান (AsiaOne)। উদ্ধার পেয়েছি বেস ক্যাম্প থেকে, কিন্তু উদ্ধার হতে পারছি না হেলি কোম্পানির হাত থেকে। অ্যাডভেঞ্চার কিন্তু এখনও শেষ হয়নি।’’

এর কারণ মুসা জানিয়েছেন এভাবে- ‘‘যে হেলিকপ্টার কোম্পানি এশিয়াওয়ান আমাদের বেস ক্যাম্প থেকে নিয়ে এসেছে, তারা আমাদের পাসপোর্ট অবৈধভাবে বাজেয়াপ্ত করে গৃহবন্দী করে রেখেছে। তাদের দাবি, তাদেরকে তিনবার তিমিকা থেকে বেস ক্যাম্প পর্যন্ত ফ্লাই করার খরচ ১১ হাজার ইউএস ডলার দিতে হবে। কিন্তু গতকাল রবিবার তারা নিজেরাই দেরি করে সকাল ১০টায় বেস ক্যাম্পের দিকে গিয়েছিল, ততোক্ষণে আবহাওয়া খারাপ হয়ে গিয়ে হেলিকপ্টার ফিরে এসেছে তিমিকায়। যা কি না পুরোটাই হেলিকপ্টার প্রতিষ্ঠানের দায়িত্ব। কারণ আমরা সকাল ছয়টা থেকে প্রস্তুত ছিলাম।’’

‘‘আজ সোমবার তারা সকালে আমাদের বেস ক্যাম্পের পাশের একটা জায়গা থেকে প্রথমবার গিয়ে ফিরে আসে। আমরা দেখতে পেয়েছিলাম হেলিকপ্টার, কিন্তু তারা প্রথমবার উদ্ধার না করেই ফিরে আসে। দ্বিতীয়বার আমরা পতাকা হাতে নিয়ে দাঁড়িয়েছিলাম যেন হেলিকপ্টার দেখা মাত্রই তা উড়িয়ে তাদের দৃষ্টি আকর্ষণ করতে পারি এবং তা করেছি। এখন হেলিকপ্টার কোম্পানির কথা হলো, তাদেরকে পুরো তিনবারের টাকা দিতে হবে।’’

মুসা আরো লিখেছেন, ‘‘আমরা মানে সত্যরূপ সিদ্ধান্ত, নন্দিতা চন্দ্রশেখর এবং আমি আট হাজার ডলার পর্যন্ত দিতে রাজি হয়েছি এবং সে মোতাবেক ফ্রাঙ্কি কোওয়াসের প্রতিষ্ঠান মানাডো অ্যাডভেঞ্চারকে টাকা দেয়ার প্রক্রিয়া সত্যরূপ শুরু করেছে। ইতিমধ্যে সাড়ে চার হাজার ডলার দেয়া হয়েছে। কিন্তু হেলিকপ্টার কোম্পানি এশিয়াওয়ানের জ্যাকবের (+628122312558) দাবি, তাকে পুরো টাকাটা (১১ হাজার ডলার) দিতে হবে।’’

‘‘চিন্তা করছি যে, ফিরতে পারবো তো দেশে?’’ এই শঙ্কা এভারেস্টজয়ী বাংলাদেশের প্রথম নাগরিকের।

মুসার কৃতজ্ঞতা

উদ্ধার হওয়ার পর অন্য এক ফেসবুক বার্তায় মুসা ইব্রাহীম সবাইকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘‘বাংলাদেশের পতাকা উড়েছে কার্সটেন্জ পিরামিডের পর্বতের চূড়ায়। আমি এই আনন্দ বাংলাদেশের প্রতিটি মানুষের সঙ্গে ভাগ করে নিতে চাই।... এক বিশেষ পরিস্থিতির সম্মুখীন হয়েছিলাম, তাতে দেশবাসী যেভাবে সহযোগিতা করেছেন, তাতে এই আনন্দ আরও বেড়ে গেছে বহুগুণে। বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ইন্দোনেশিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আজমল কবির, বেসিসের সাবেক প্রেসিডেন্ট শামীম আহসান, ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ, ইন্দোনেশিয়ায় ভারতের রাষ্ট্রদূত সুরেশ রেড্ডি-সহ যারা সহায়তা করেছেন, তাদের সবার কাছে আমার কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই।’’

তিনি আরো লিখেছেন, ‘‘আর নীলসাগর গ্রুপের চেয়ারম্যান সিংহহৃদয় Md Ahsan Habib Lalin ভাইয়ের কথা আলাদা করে উল্লেখ করার প্রয়োজন নেই, তিনি না হলে এই অভিযানে আসা হতো না। ধন্যবাদ, Arman Habib ভাই। কৃতজ্ঞতা জানাই, সকল বন্ধু, ভাই, বোন, শুভানুধ্যায়ীকে, যারা এমন বিপদে সহযোগিতা, সহমর্মিতা প্রকাশ করেছেন। আপনাদের জন্যই জীবনটা এতো সুন্দর....।’’

পঞ্চম দিনে এসে উদ্ধার

পাপুয়া নিউগিনির সর্বোচ্চ পর্বত মাউন্ট কার্সটেঞ্জ পিরামিড জয় করতে গিয়ে দুর্গম পাহাড়ে আটকা পড়া বাংলাদেশের প্রথম এভারেস্ট জয়ী মুসা ইব্রাহীমকে উদ্ধার করা হয়েছে। মুসার সঙ্গে থাকা অন্য দুজনকেও উদ্ধার করা হয়েছে। মুসা ইব্রাহিম এখন তিমিকায় আছেন। সেখানে আনুষ্ঠানিকতা শেষে শিগগিরই দেশে ফিরবেন মুসা। পাঁচদিনের বেশি সময় আটকে থাকার পর সোমবার সকালে হেলিকপ্টারে করে তাদেরকে উদ্ধার করে সমতলে ফিরিয়ে আনা হয়।

উদ্ধার হওয়া অন্য দুজন হলেন-ভারতের এভারেস্টজয়ী পর্বতারোহী সত্যরূপ সিদ্ধান্ত ও নন্দিতা চন্দ্রশেখর। উদ্ধার তৎপরতায় ছিল আসিয়ান দপ্তর এবং ইন্দোনেশিয়ায় বাংলাদেশ দূতাবাস। পররাষ্ট্রমন্ত্রী শাহরিয়ার আলম এই উদ্ধার তৎপরতায় তদারকি করেন। হেলিকপ্টারে তাদের উদ্ধারের তথ্য জানিয়ে ভোর ৫টা ৪৪ মিনিটে ফেসবুকে একটি পোস্ট দেন প্রতিমন্ত্রী। তিন অভিযাত্রীর উদ্ধার করে সমতলে নিয়ে আসার পর ৬টা ৩৭মিনিটে তাদের তোলা একটি ছবি পোস্ট দেন ইব্রাহীমের বন্ধু সাংবাদিক ও সমাজকর্মী আশীফ এন্তাজ। শনিবার সকালে মুসা ও তার দুই সহযাত্রীকে উদ্ধারে হেলিকপ্টার পাঠানোর চেষ্টা করা হয়। গতকাল রবিবারও দ্বিতীয় দফায় উদ্ধারচেষ্টা চালানো হয়। কিন্তু বৈরি আবহাওয়ার কারণে দুটি চেষ্টাই ব্যর্থ হয়।

ঢাকাটাইমস/১৯জুন/টিএমএইচ

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :