ইতালিতে বৃহত্তর ফরিদপুর সমিতির ইফতার

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস
| আপডেট : ১৯ জুন ২০১৭, ১৬:৫৮ | প্রকাশিত : ১৯ জুন ২০১৭, ১৬:৫৭

ইতালির রাজধানী রোমের মক্কি মসজিদে গতকাল রবিবার বৃহত্তর ফরিদপুর সমিতির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ইফতারের আগে সংগঠনের সভাপতি জাহাঙ্গীর ফরাজীর সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক হুমায়ন কবিরের পরিচালনায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন রোমে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার।

অতিথি ছিলেন দূতাবাসের ইকোনমিকস কাউন্সিলর ড. মফিজুর রহমান এবং প্রথম সচিব সালেহ আহম্মেদ ছাড়াও বাংলাদেশ সমিতির সাবেক সভাপতি কে এম লোকমান হোসেন, ইতালি আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস ফরাজী, প্রাক্তন এফএও কর্মকর্তা সাইদুর রহমান লস্কর, ইতালি আওয়ামী লীগের সহসভাপতি আলী আহমেদ ঢালী, লুতফর সরদার, এম এ রব মিন্টু প্রমূখ। মুফতি ওয়ালি উল্লাহ খান ইফতারপূর্ব আলোচনায় প্রকৃত শিক্ষা ও উদ্দেশ্যের প্রতি যত্নবান হওয়ার এবং সিয়াম সাধনার মাধ্যমে পরস্পরের মধ্যে মধুর সম্পর্ক বজায় রাখার আহ্বান জানান।

এরপর বিশ্বের মুসলিম উম্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

(ঢাকাটাইমস/১৯জুন/মোআ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :