ঢামেকে যোগ হলো আরও দুটি এমআরআই মেশিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৯ জুন ২০১৭, ১৮:৪১ | প্রকাশিত : ১৯ জুন ২০১৭, ১৮:১৮

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দুইটি এমআরআই মেশিন এবং একটি সিটি স্ক্যান মেশিন দিয়েছে সরকার। এর আগে একটি এমআরআই মেশিন এবং দুইটি সিটি স্ক্যান মেশিন নিয়ে বিপুলসংখ্যক রোগীর সেবা দিয়ে আসছিল দেশের স্বনামধন্য এই প্রতিষ্ঠান।

সোমবার বিকালে আনুষ্ঠানিকভাবে নতুন এই মেশিন উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-২ এর ষষ্ঠ তলায় সভাকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে দুইটি এমআরআই মেশিন এবং একটি সিটি স্ক্যান মেশিন কিনে মন্ত্রণালয়।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘প্রায় শত বছর ধরে এই হাসপাতালের ওপর নির্ভর করে আছে আমাদের দেশের মানুষ। একটি বিশ্বাস থেকেই ছুটে আসে দেশের মানুষ। এখানে বিছানা না থাকলেও কোনো রোগী ফেরত যায় না।’

মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ক্ষমতায় এসেছেন তখন ঢাকা মেডিকেলের জন্য কিছু না কিছু করেছেন। সব শেষ সিদ্ধান্ত মতো প্রায় আড়াই হাজার বিছানার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল হবে। আগামী পাঁচ বছরের মধ্যে ঢাকা মেডিকেলের নতুন একটি সম্প্রাসারণ ভবন দেখতে পারবেন।’

মোহাম্মদ নাসিম বলেন, ‘অন্য যেকোনো সময়ের চেয়ে এখানে রোগী বেশি থাকে। ফলে বিছানা ছেড়েও নিচে আশ্রয় নেন রোগীরা। রোগীদের সমস্যা সমাধানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময়ে চিন্তা করেন। তারই প্রচেষ্টায় এখানে বোনম্যারো ট্রান্সপ্লানটেশন তৈরি করেছেন, তিনি এখানে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিটিউট তৈরি করছেন।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘স্বাস্থ্যখাতে প্রধানমন্ত্রীর চিন্তা এগুলোই তার প্রতিফলন। স্বাধীনতার পরে বঙ্গবন্ধু প্রথম হেলথ কমিউনিটি করেছিলেন। শেখ হাসিনাও ক্ষমতায় এসে দেশে হেলথ কমিউনিটি করেছেন। আমরা আরও এক হাজার হেলথ কমিউনিটি চালু করতে যাচ্ছি। আমরা বিশ্বের প্রায় ১২৭টি দেশে ওষুধ রপ্তানি করি।’ নাসিম বলেন, ‘যেকোনো রোগের বিরুদ্ধে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা আজকে পোলিওমুক্ত হয়েছি। আজকে চিকুনগুনিয়া রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এটা মশা থেকে উৎপত্তি হয়েছে। এটা দেখার কথা ঢাকা সিটি করপোরেশনের। তারপরেও আমরা আমাদের দায়িত্বের কোনো অবহেলা করিনি। জনগণের মন জয় করতে চাই কাজের মাধ্যমে।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমাদের দায়িত্বের অংশ হিসেবে আজকে আমরা সিটি স্ক্যান মেশিন, এমআরআই মেশিন দিয়েছি। আমি প্রধানমন্ত্রীর সঙ্গে বসেছিলাম। ৪০ হাজার কর্মীর পদ খালি রয়েছে। কিন্তু আইনি জটিলতার কারণে সেই নিয়োগ দেয়া হয়নি। আমি এই লোকগুলো নিয়োগ দেয়ার জন্য এক বছর ধরে চেষ্টা করেছি।’

(ঢাকাটাইমস/১৯জুন/এএ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

স্বাস্থ্য বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

স্বাস্থ্য এর সর্বশেষ

গরমে স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সচেতনতা অত্যন্ত জরুরি

ঔষধি গাছ থেকে তিন শতাধিক ওষুধ তৈরি হচ্ছে ইরানে

কণ্ঠের সব চিকিৎসা দেশেই রয়েছে, বিদেশে যাওয়ার প্রয়োজন নেই: বিএসএমএমইউ উপাচার্য 

এপ্রিল থেকেই ইনফ্লুয়েঞ্জা মৌসুম শুরু, মার্চের মধ্যে টিকা নেওয়ার সুপারিশ গবেষকদের

স্বাস্থ্য খাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী

ভাতা বাড়লো ইন্টার্ন চিকিৎসকদের

বিএসএমএমইউ বহির্বিভাগ ৪ দিন বন্ধ, খোলা থাকবে ইনডোর ও জরুরি বিভাগ

তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিতে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের কাজ করতে বললেন স্বাস্থ্যমন্ত্রী

বিএসএমএমইউতে বিশ্বের সর্বোৎকৃষ্ট মানের চিকিৎসা নিশ্চিত করা হবে: ভিসি দীন মোহাম্মদ

ঈদের ছুটিতে স্বাস্থ্যসেবা নিশ্চিতে যেসব নির্দেশনা মানতে হবে হাসপাতালগুলোকে

এই বিভাগের সব খবর

শিরোনাম :