আইসিসির সেরা একাদশে তামিম

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ জুন ২০১৭, ১৯:৩৯

আইসিসি চ্যাম্পিন্স ট্রফির অষ্টম আসর শেষ হয়েছে গতকাল। টুর্নামেন্ট শেষে ক্রিকেট অস্ট্রেলিয়া নিজেদের মতো করে টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে। সেখানে জায়গা পেয়েছেন টাইগার তামিম ইকবাল।

সোমবার চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা একাদশ প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এই একাদশেও জায়গা পেয়েছেন তামিম ইকবাল। টুর্নামেন্টে চারটি ম্যাচ খেলে একটি সেঞ্চুরি ও দুইটি হাফ সেঞ্চুরিতে তিনি করেছেন ২৯৩। এই আসরের উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন তামিম।

আইসিসি সেরা একাদশে অধিনায়ক হিসেবে আছেন পাকিস্তানি অধিনায়ক সরফরাজ আহমেদ। একাদশে আছেন রানার আপ দল ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ইংল্যান্ড থেকে আছেন জো রুট, বেন স্টোকস ও আদিল রশীদ। দ্বাদশ খেলোয়াড় হিসেবে আছেন নিউজিল্যান্ড দলের অধিনায়ক কেন উইলিয়ামসন।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে আইসিসির সেরা একাদশ

১. শিখর ধাওয়ান (ভারত)

২. ফখর জামান (পাকিস্তান)

৩. তামিম ইকবাল (বাংলাদেশ)

৪. বিরাট কোহলি (ভারত)

৫. জো রুট (ইংল্যান্ড)

৬. বেন স্টোকস (ইংল্যান্ড)

৭. সরফরাজ আহমেদ (পাকিস্তান)

৮. আদিল রশীদ (ইংল্যান্ড)

৯. জুনায়েদ খান (পাকিস্তান)

১০. ভুবনেশ্বর কুমার (ভারত)

১১. হাসান আলী (পাকিস্তান)

১২. কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড) (দ্বাদশ খেলোয়াড়)

(ঢাকাটাইমস/১৯ জুন/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :