খুলনা টাইটান্সে খেলবেন সরফরাজ-শাদব

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ জুন ২০১৭, ২০:৫৪

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এবার খুলনা টাইটান্সের হয়ে খেলবেন পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক সরফরাজ আহমেদ ও তরুণ লেগস্পিনার শাদব খান। সেই সাথে বিপিএলের গত আসরে দলটির হয়ে খেলা পাকিস্তানি পেসার জুনায়েদ খানও এবার এই দলে খেলবেন। খুলনা টাইটান্সের ফেসবুক পেইজ থেকে বিষয়টি জানা গেছে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরের খেলা শুরু হবে আগামী ৪ নভেম্বর। তার আগে ২ নভেম্বর হবে উদ্বোধনী অনুষ্ঠান। আর প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে ১৬ সেপ্টেম্বর। গত আসরে অংশ নিয়েছিল সাতটি দল। তবে, এবার দলের সংখ্যা বেড়েছে। মোট আটটি দলের অংশগ্রহণে এবারের বিপিএল অনুষ্ঠিত হবে।

বিপিএলে গত আসরের ফাইনালে রাজশাহী কিংসকে হারিয়ে শিরোপা জিতে নিয়েছিল ঢাকা ডায়নামাইটস। এই দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন সাকিব আল হাসান। ঢাকা ডায়নামাইটসের হয়ে এবার মাঠ মাতাবেন সুনিল নারিন, মোহাম্মদ আমির, শেন ওয়াটসন, শহীদ আফ্রিদি, কুমার সাঙ্গাকারা।

২০১২ সালে অনুষ্ঠিত হয়েছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম আসর। পরের বছরই অনুষ্ঠিত হয়েছিল দ্বিতীয় আসর। কিন্তু এরপর ফিক্সিং কেলেঙ্কারিতে বন্ধ ছিল আইপিএল। ২০১৪ সালে আইপিএলের আসর অনুষ্ঠিত হয়নি। ২০১৫ সালে অনুষ্ঠিত হয় তৃতীয় আসর। আর গতবছর অনুষ্ঠিত হয় চতুর্থ আসর।

(ঢাকাটাইমস/১৯ জুন/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :