সাংবাদিকদের সঙ্গে স্মার্টের টেকনোলজিসের মতবিনিময়

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ জুন ২০১৭, ২১:০৬

দেশের তথ্যপ্রযু্ক্তি সাংবাদিকদের সঙ্গে কম্পিউটার পণ্যের পরিবেশক প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেডের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে প্রতিষ্ঠানটি সাংবাদিকদের সম্মানে ইফতার পার্টির আয়োজন করে। এই ইফতার পার্টিতে স্মার্ট টেকনোলজির পক্ষ থেকে তাদের পণ্যের সর্বশেষ অবস্থা তুলে ধরা হয়। এসময় তথ্যপ্রযুক্তি সাংবাদিক নেতারা প্রযুক্তি পণ্যের প্রচার ও প্রসারে নিজেদের অবস্থান তুলে ধরেন।

অনুষ্ঠানে স্মার্ট টেকনোলজিসের পরিচালক জাফর আহমেদ বলেন, ‘সম্প্রতি স্মার্ট টেকনোলজিসের বহরে যুক্ত হয়েছে বিশ্বখ্যাত স্পিকার উৎপাদনকারী প্রতিষ্ঠান মাইক্রোল্যাবের স্পিকার। স্মার্ট টেকনোলজিস পৃথিবীর ৫০ টি ব্র্যান্ডের দেশীয় পরিবেশক।’

এসব পণ্যের গুণাগুণ ক্রেতাদের জানানোর জন্য সাংবাদিকদের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনাদের যেকোনো পরামর্শ আমাদের দিতে পারেন। আমরা চেষ্টা করবো এসব পরামর্শ বাস্তবায়ন করতে।’

জাফর আহমেদ আরও বলেন, ‘সারা দেশে স্মার্টের পণ্য পরিবেশন করে দুই হাজারের ও বেশি ডিলার। যেকেউ স্মার্টের পণ্য দেশব্যাপী পরিবেশনের করে উদ্যোক্তা হয়ে উঠতে পারে। এজন্য প্রয়োজনীয় সব ধরণের সহযোগিতা করা হবে।’

অনুষ্ঠানে তথ্যপ্রযুক্তি সাংবাদিকদের সংগঠন বিআইজেএফের কোষাধ্যক্ষ হাসান জাকির এই ধরনের অনুষ্ঠান আয়োজন করার জন্য স্মার্ট টেকনোলজিস ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে তথ্যপ্রযুক্তি সাংবাদিক ছাড়াও স্মার্ট টেকনোজিসের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১৯জুন/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা