আজ বাজারে আসছে স্যামসাংয়ের নতুন ট্যাব

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ জুন ২০১৭, ১০:৫০

আজ ভারতের বাজারে অবমুক্ত হচ্ছে স্যামসাংয়ের নতুন ট্যাব। এই ট্যাবটির মডেল গ্যালাক্সি এস৩। বাজার গবেষণা প্রতিষ্ঠান আইডিসি জানিয়েছে ২০১৭ সালের প্রথম প্রান্তিকে বিশ্বব্যাপী গ্যালাক্সি ট্যাব এস অ্যানড্রয়েড ৭.০ নুগাট অপারেটি সিস্টেম চালিত। এতে ৯.৭ ইঞ্চির সুপার অ্যামোলিড ডিসপ্লে রয়েছে। ডিসপ্লের রেজুলেশন ২০৪৮x১৫৩৬।

ট্যাবটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮২০ কোয়াডকোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। এতে অ্যাড্রিনো ৫৩০ গ্রাফিক্স প্রসেসিং ইউনিট রয়েছে।

৪ জিবি র‌্যামের এই ট্যাবটিতে ৩২ জিবি বিল্টইন মেমোরি আছে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমোরি ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

ট্যাবটিতে ১৩ মেগাপিক্সেলের অটোফোকাস রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। উভয় ক্যামেরায় ফোরকে রেজুলেশন রয়েছে।

নেটওয়ার্ক কানেকটিভিটি হিসেবে ট্যাবটিতে আছে ফোরজি এলটিই, ক্যাট ৬, ইউএসবি টাইপ সি ৩.১, ওয়াইফাই, ব্লুটুথ এবং জিপিএস।

ট্যাবটির ব্যাটারি ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের। ফাস্ট চার্জিং টেকনোলজি সম্বলিত এই ট্যাবটিতে কোয়াড স্টেরিও স্পিকার ব্যবহার করা হয়েছে।

ট্যাবের চাহিদা কমেছে ২৮%। তাই স্যামসাংয়ের নতুন ট্যাবটি কতটা ব্যবসা সফল হবে তা নিয়ে সংশয় রয়েছে।

(ঢাকাটাইমস/২০জুন/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :