যানজট নিরসনে নেতাকর্মীদের স্বেচ্ছাসেবকের ভূমিকা পালনের আহ্বান কাদেরের

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২০ জুন ২০১৭, ১২:২১ | প্রকাশিত : ২০ জুন ২০১৭, ১২:০৮

জনগণের দুর্ভোগ লাঘব ও যানজট নিরসনে পুলিশকে সহায়তায় স্বেচ্ছাসেবকের ভূমিকা পালনের জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ মঙ্গলবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তারগাছ এলাকায় মহাসড়কের যানজট পরিস্থিতি ও রাস্তা সংস্কার কাজ পরিদর্শনকালে এ আহ্বান জানান।

মন্ত্রী বলেন, জনগণ আমাদের জাতীয় সম্পদ। দুর্ভোগ লাঘবে দলের নেতাকর্মীদের জনগনের পাশে দাঁড়াতে হবে। এসময় তিনি যানজট নিরসনে পুলিশকে সহায়তার জন্য দলীয় নেতাকর্মীদের স্বেচ্ছাসেবকের ভূমিকা পালনের জন্য অনুরোধ জানান।

ওবায়দুল কাদের বলেন, গার্মেন্টস মালিকরা যেন শ্রমিকদের ছুটি এক সময় না দিয়ে ভাগ ভাগ করে দেয়। তার কারণ হচ্ছে, পোশাক শ্রমিকরা একসঙ্গে বাড়ি ফিরতে শুরু করলে রাস্তায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এমনিতেই বর্ষকাল, তার ওপর রাস্তায় যদি বাড়তি চাপ থাকে তবে যানজট কিছুতেই রুখতে পারব না। কাজেই গার্মেন্টস মালিকরাও এবার দায়িত্ববোধের পরিচয় দেবেন।

সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী বলেন, আজ থেকে ঢাকা-র্টাঙ্গাইল মহাসড়কের চার লেনের কাজ বন্ধ থাকবে। ঈদের পরবর্তী তিনদিন পর্যন্ত এই সড়কে আর কোনো কাজ হবে না।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, রাঙ্গামাটি ও বান্দরবানের ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারের কাজ চলছে। কয়েকটি সড়ক হালকা যানবাহন চলাচেলের জন্য খুলে দেয়া হয়েছে।

এসময় মন্ত্রীর সঙ্গে ছিলেন ঢাকা বিভাগীয় তত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, গাজীপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ডি. এ.কে.এম নাহীন রেজা, গাজীপুর মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।

(ঢাকাটাইমস/২০জুন/প্রতিনিধি/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

স্বস্তি নেই মাছ-মাংসে, ফের বাড়ছে আলু-পেঁয়াজের দাম 

ট্রেনে ঈদযাত্রা: ৮ এপ্রিলের টিকিট বিক্রি শুরু

ঢাকায় কর দিয়ে ২৬৮০ বিয়ে 

সংরক্ষিত আসনের এমপিদের মধ্যেও সংখ্যায় এগিয়ে ব্যবসায়ীরা: সুজন

মানবাধিকার ও ভোক্তা অধিকার রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জরুরি: ড. কামাল উদ্দিন

বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে রেলকে গড়ে তুলতে হবে: রেলমন্ত্রী

ইভ্যালির রাসেল-শামিমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

জিম্মি নাবিকদের মুক্তির আলোচনা অনেকদূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

ডিএনসিসি কার্যালয় সরানোর মধ্য দিয়ে কারওয়ান বাজার স্থানান্তরের প্রক্রিয়া শুরু 

এই বিভাগের সব খবর

শিরোনাম :