টেকনাফে ৪২ ভরি সোনাসহ আটক ১

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ জুন ২০১৭, ১৮:০৬

কক্সবাজারের টেকনাফে কেরুনতলী এলাকা থেকে সোনাসহ মো. সেলিম নামে একজনকে আটক করেছেন বাংলাদেশ কোস্ট গার্ড সদস্যরা। এ সময় তার কাছ থেকে তিন পিস (৪২ ভরি ১১ আনা) সোনার বার পাওয়া যায়।

সোমবার গভীর রাতে সদর ইউনিয়নের কেরুনতলী কোস্ট গার্ড স্টেশনের পাশে এ ঘটনা ঘটে।

এসব তথ্য জানান চট্টগ্রাম কোস্ট গার্ড পূর্বজোনের লে. কমান্ডার ডিকসন চৌধুরী। তিনি বলেন, সোমবার রাতে গোপন সংবাদে কোস্ট গার্ড সদস্যরা একটি অভিযান পরিচালনা করে। এসময় মো. সেলিমকে আটক করে এবং তার দেহ তল্লাশি চালিয়ে একটি নীল রঙের প্যাকেট থেকে তিনটি সোনার বার (৪২ ভরি ১১ আনা) পাওয়া যায়। যার দাম প্রায় ১৯ লাখ টাকা।

উদ্ধার সোনাগুলো টেকনাফ শুল্ক গুদামে জমা দিয়ে আটককে মামলা দিয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।

টেকনাফ মডেল ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাইনউদ্দিন খান বলেন, মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ডের হাতে আটককে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/২০জুন/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :