রিয়াদে বিএনপির প্রতিবাদ সভা

রিয়াদ (সৌদি আরব) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ জুন ২০১৭, ১৯:১৭

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ি বহরে হামলার প্রতিবাদে সৌদি আরবের রিয়াদে এক প্রতিবাদ সমাবেশ হয়েছে। সোমবার রিয়াদে বাংলাদেশি অধ্যুষিত এলাকা হারায় বিএনপি সৌদি আরব পূর্বাঞ্চল কমিটি চট্টগ্রামে বিএনপি মহাসচিবের ওপর হামলার প্রতিবাদে নিন্দা ও প্রতিবাদ সভার আয়োজন করে।

হারা মেজবান রেস্তোরাঁ ও কমিউনিটি সেন্টার হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ থেকে আগত কেন্দ্রীয় বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক শাহ্ মুহাম্মদ আবু জাফর।

বিশেষ অতিথি ছিলেন- অ্যাডভোকেট ছিদ্দিকুর রহমান।

বিএনপি সৌদি আরব পূর্বাঞ্চলের সভাপতি অধ্যাপক আ,ক,ম, রফিকুল ইসলামের সভাপতিত্বে, অনুষ্ঠানের সঞ্চালকের দায়িত্বে ছিলেন মিজানুর রহমান কমল।

প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সিদ্দিকুর রহমান ইমরান, কবি মো. শাহীনূর, দেলোয়ার রিপন, হালিম নুর, রেজাউল করিম, বিপ্লব হোসেন আজাদ, মামুনুর রশীদ চৌধুরী প্রমুখ।

প্রধান অতিথি শাহ মোহাম্মদ আবু জাফর পার্বত্য অঞ্চলে পাহাড় ধসে বিপর্যস্ত মানুষের কাছে ত্রাণ নিয়ে ছুটে যাওয়া, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ি বহরে হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, আওয়ামী লীগ এতটাই জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে যে বিপদাপন্ন মানুষের পাশে কাউকে ভিড়তেও দিতে চাচ্ছে না। তাতেও তাদের ব্যর্থতা প্রকাশ হয়ে যায়।

তিনি বলেন, বিএনপির হতাশার মেঘ কেটে গেছে আগামী নির্বাচনে জনগণ আওয়ামী লীগের দুঃশাসনের জবাব দিতে প্রস্তুত। খালি মাঠে গোল দেয়ার দুঃস্বপ্ন দেখলে জনগণই দাঁত ভাঙা জবাব দিবে ইনশাআল্লাহ।

প্রতিবাদ সভায় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী ছাড়াও বাংলাদেশ কমিউনিটির নানা শ্রেণি পেশার মানুষ প্রধান অতিথিকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে বরণ করে নেন।

শাহ মোহাম্মদ আবু জাফর প্রবাসের মাটিতে বিএনপির ভিত মজবুত করতে আরও কয়েকটি সাংগঠনিক সভায় অংশ নেবেন বলে জানা গেছে।

(ঢাকাটাইমস/২০জুন/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :