বিএনপিকে ক্ষমতা থেকে দূরে রাখতে হবে: হানিফ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ জুন ২০১৭, ১৯:৫৭
ফাইল ছবি

বিএনপিকে ক্ষমতা থেকে যোজন যোজন দূরে রাখতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-আলম-হানিফ।

মঙ্গলবার বিকালে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লি. (ডিপিডিসি) কর্মচারী লীগের এক বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

হানিফ বলেন, ‘বিএনপি চেয়াপারসন যেভাবে হুমকি দিলেন যে, তারা ক্ষমতায় গেলে আওযামী লীগ নেতাদের এক কাপড়ে বের করে দেবেন এতেই প্রমাণ করে তারা অতীতে হত্যা, সন্ত্রাস নৈরাজ্য ও জ্বালাও-পোড়াও রাজনীতি ভুলে যায়নি। তাই জনগণকে বলবো এদের বক্তব্যেই বোঝা যায় এদের চরিত্র বদলায়নি, তাই এদেরকে ক্ষমতা থেকে দূরে রাখুন।’

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘খালেদা জিয়া ২০৩০ ভিশনে যে সুশাসনের কথা বলেছেন, আইনের শাসনের কথা বলেছেন অথচ মওদুদ আইনি লড়াইয়ে হেরে যাওয়ার পর রায়ের প্রতি শ্রদ্ধা না দেখিয়ে জনগণকে হুমকি দিয়েছেন। সুতরাং তার প্রতিহিংসামূলক বক্তব্যই প্রমাণ করে তিনি কী চান। তিনি আইনের শাসনে বিশ্বাসী নন, সুশাসনে বিশ্বাসী নন, গণতন্ত্রে বিশ্বাসী নন, তিনি হত্যা জ্বালাও-পোড়াও রাজনীতিতে বিশ্বাসী। এসব হিংস্র নারী ও ক্ষমতালোভী যেন ক্ষমতায় না আসতে পারে সেজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করবো।’

ডিপিডিসি শ্রমিক লীগের সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, শ্রমিক লীগের সভাপতি শুকুর মাহমুদ প্রমুখ।

আলোচনা শেষে দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠিত।

(ঢাকাটাইমস/২০জুন/টিএ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারায় বিএনপি: ওবায়দুল কাদের

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপির বৈঠক

উপজেলা নির্বাচনে প্রার্থী হতে পারবেন না আ.লীগের এমপি-মন্ত্রীর স্বজনরা

মুজিবনগর সরকারের ৪০০ টাকা বেতনের কর্মচারী ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী

বিএনপি নেতা হাবিব কারাগারে

উপজেলা নির্বাচন সরকারের আরেকটা ‘ভাঁওতাবাজি': আমীর খসরু

বিচার না হওয়ায় চিকিৎসকদের ওপর হামলা বেড়েই চলছে: ড্যাব 

দেশের প্রতিটি গুমের পেছনে আওয়ামী লীগ সরকার দায়ী: রিজভী

বিএনপিকে প্রতিহত করে বিজয় সুসংহত করতে হবে: ওবায়দুল কাদের 

উপজেলায়ও সমঝোতা চায় ১৪ দল, জয় নিশ্চিত করতে চাচ্ছেন শেখ হাসিনার সাক্ষাৎ 

এই বিভাগের সব খবর

শিরোনাম :