জেডটিইর নতুন ফোন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ জুন ২০১৭, ১১:১৩

চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান জেডটিই। প্রতিষ্ঠানটির সাব ব্র্যান্ড নুবিয়া। এবার বাজারে এল নুবিয়া সিরিজের নতুন ফোন। মডেল এম২ প্লে। অ্যানড্রয়েড ৭.০ নুগাট অপারেটিং সিস্টেম চালিত এই ফোনটিতে ৩ জিবি র‌্যাম ব্যবহার করা হয়েছে।

নুবিয়ার নতুন ফোনটিতে ৫.৫ ইঞ্চির এইচডি ডিসপ্লে রয়েছে। ডিসপ্লের রেজুলেশন ৭২০x১২৮০ পিক্সেল। ডিসপ্লের পিক্সেলের ঘনত্ব ২৭৪ পিপিআই। এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৩৫ এসওসি রয়েছে। ফোনটিতে অ্যাড্রিনো ৫০৫ গ্রাফিক্স প্রসেসিং ইউনিট ব্যবহার করা হয়েছে।

ডুয়েল সিমের এই ফোনটিতে নুবিয়া ইউআই ৫.০ ইউজার ইন্টারফেস ব্যবহার করা হয়েছে। এতে ১৩ মেগাপিক্সেলের এফ/২.২ সনি সিমস সেন্সর ক্যামেরা আছে। সেলফি ক্যামেরা ৫ মেগাপিক্সেলের। এই ক্যামেরায় ৮৪ ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। অ্যাপারচার এফ/২.৪।

নুবিয়ার নতুন ফোনটির বিল্টইন মেমোরি ৩২ জিবি। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমোরি ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

এর ব্যাটারি ৩০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের নন-রিমুভেবল। এতে প্রক্সিমিটি, জি-সেন্সর এবং অ্যামবিয়েন্ট লাইট সেন্সর ররছে।

ফোনটির দরদাম এখনো ঘোষণা করেনি জেডটিই।

(ঢাকাটাইমস/২১জুন/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা