ভাতিজাকে সরিয়ে ছেলেকে সৌদি যুবরাজ

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২১ জুন ২০১৭, ১৬:৪৮ | প্রকাশিত : ২১ জুন ২০১৭, ১১:৫১
মোহাম্মদ বিন সালমান

ভাতিজা মোহাম্মেদ বিন নায়েফকে সরিয়ে নিজের ছেলে মোহাম্মদ বিন সালমানকে সৌদি আরবের নতুন যুবরাজ করেছেন বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। বুধবার এক ফরমানের মাধ্যমে বাদশাহ ওই পদে পরিবর্তন আনেন বলে সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) এক খবরে জানানো হয়।

এসপিএ জানিয়েছে, সৌদি আরবের সাকসেশন কমিটির ভোটাভুটিতে ৪৩ টি ভোটের মধ্যে ৩১টি ভোট পান মোহাম্মদ বিন সালমান। মঙ্গলবার মধ্যরাতে মক্কার আল সাফা প্রাসাদে সাকসেশন কমিটির ওই বৈঠক হয়।

মাত্র ৩১ বছর বয়সী মোহাম্মদ বিন সালমান একই সাথে উপপ্রধানমন্ত্রী হবেন এবং প্রতিরক্ষা মন্ত্রীরও দায়িত্ব পালন করে যাবেন। সৌদি রাজতন্ত্রের ইতিহাসে এই প্রথমবারের মতো কোন বাদশাহ নিজ ছেলেকে যুবরাজ বানালেন।

রাজতন্ত্রের দেশ সৌদি আরবে যুবরাজই বাদশাহর উত্তরসূরি। নতুন যুবরাজ মোহাম্মদ বিন সালমান সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী এবং অর্থনৈতিক ও উন্নয়ন বিষয়ক কাউন্সিলের চেয়ারম্যানের দায়িত্বেও রয়েছেন। একইসঙ্গে সাবেক যুবরাজ মোহাম্মেদ বিন নায়েফ স্বরাষ্ট্রমন্ত্রীর পদও হারিয়েছেন। সৌদি বাদশার ডিক্রিতে প্রিন্স আবদুলআজিজ বিন সউদ বিন নাইফকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আগের ক্রাউন প্রিন্স মোহাম্মেদ বিন নায়েফ (৫৭) এতদিন স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন।

৮১ বছর বয়সী সালমান সিংহাসনে বসার দুই বছর পর মোহাম্মাদ বিন সালমানকে যুবরাজ ঘোষণা দিলেন। এর ফলে মোহাম্মাদ বিন সালমান এখন থেকে সিংহাসনের উত্তরসূরি বিবেচিত হবেন। সৎ ভাই বাদশাহ আব্দুল্লাহ বিন আব্দুল আজিজের মৃত্যুর পর ২০১৫ সালে বাদশাহ হিসেবে সিংহাসনে আরোহণ করেছিলেন বর্তমান বাদশাহ সালমান। বর্তমান বাদশাহ'র পর যুবরাজই পরবর্তীতে দেশটির বাদশাহ হবেন।

(ঢাকাটাইমস/২১জুন/জেএস)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :