ট্রাক-মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষ, নিহত ২

নীলফামারী প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২১ জুন ২০১৭, ১২:৪৩ | প্রকাশিত : ২১ জুন ২০১৭, ১২:০৯

নীলফামারীর সৈয়দপুরে দুই ট্রাক ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অপর তিনজন।

বুধবার ভোর সাড়ে চারটায় উপজেলার কামারপুকুর ইউনিয়নের চিকলী এলাকার চিকলী বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মামুনুর রশিদ ও মনিরুল ইসলাম। এদের বাড়ি পঞ্চগড়ে।

আহতরা হলেন- আবু সাঈদ, হানিফ ওরফে বাহার ও আব্দুল হাই। আহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহেল বাকী জানান, নিহতরা মাইক্রোবাসে করে পঞ্চগড় থেকে ঢাকায় যাচ্ছিলেন। চিকলী বাজারে পৌঁছালে স্পিডব্রেকার অতিক্রম করার সময় পেছন থেকে একটি ট্রাক মাইক্রোবাসটিকে ধাক্কা দিলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে এগিয়ে যায়। এসময় রংপুর থেকে সৈয়দপুরগামী আরো একটি ট্রাক সামনে থেকে মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। ত্রিমুখী এই সংঘর্ষে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহত হন আরো তিনজন।

ওসি বলেন, নিহতদের চেহারা ক্ষত-বিক্ষত হওয়ায় তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তাদের লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় দুটি ট্রাকই পালিয়ে যাওয়ায় কাউকেই আটক করা সম্ভব হয়নি জানান বলে তিনি।

তিনি আরো বলেন, ওই মাইক্রোবাসের যাত্রীরা ঢাকায় স্টক ব্যবসার সাথে জড়িত ছিল।

(ঢাকাটাইমস/২১জুন/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :