নিখোঁজের তিন দিন পর ব্যবসায়ীর লাশ উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২১ জুন ২০১৭, ১২:৪২ | প্রকাশিত : ২১ জুন ২০১৭, ১২:৩৩

সাতক্ষীরার শ্যামনগরের কৈখালীতে পাওনা টাকা চাওয়া নিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে নিখোঁজ থাকার তিন দিন পর এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম ইয়াসিন গাজী।

বুধবার সকালে সুন্দবন সংলগ্ন কালিঞ্চি নদী থেকে তার লাশটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ প্রতিপক্ষ মনির গাজী নামে একজনকে আটক করেছে।

নিহত চিংড়ি রেনু ব্যবসায়ী ইয়াসিন গাজী উপজেলার পূর্ব কৈখালী গ্রামের মজিবর গাজীর ছেলে।

এদিকে, আটক মনির গাজী একই গ্রামের আব্দুল গাজীর ছেলে।

নিহতের চাচা ফজলু গাজী জানান, আমার ভাইপো চিংড়ি রেণুর ব্যবসা করত। একই এলাকার ফারুক, বিল্লাল ও মনিরের সাথে তার ব্যবসায়িক লেনদেন রয়েছে। এরই জের ধরে গত তিন দিন আগে তারা তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করে। এরপর বুধবার সকালে তার লাশ নদীতে ফেলে দেয়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আব্দুল মান্নান জানান, ইয়াছিন গাজী চিংড়ি রেণুপোণার ব্যবসা করার সুবাদে স্থানীয় ফারুক, বিল্লাল ও মনির নামে তিনজনের কাছে সে টাকা পেত। আর এই পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে গত সোমবার রাতে তাকে তার বাড়ি থেকে ওই তিনজন ডেকে নিয়ে যায়। তারপর থেকে সে নিখোঁজ ছিল। বুধবার সকালে তার লাশ কালিঞ্চি নদীতে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে।

তিনি জানান, ইয়াছিনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তাকে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে মনিরকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মনির এই হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। বাকিদের আটক করতে পুলিশি অভিযান অব্যাহত আছে বলে ওসি জানান।

(ঢাকাটাইমস/২১জুন/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

বিপুল টাকাসহ পাবনা পাউবোর দুই প্রকৌশলী আটক, পালাল ঠিকাদার!

বগুড়ায় বাবার ব্যাগে থাকা চাকু পেটে ঢুকে শিশুর মৃত্যু

জামালপুরে অতিরিক্ত গরমে ব্যবসায়ীর মৃত্যু

চাঁদপুরে ডাকাতিয়া নদীতে ডুবে শিশু নিখোঁজ

বাউফলে ডায়রিয়ার প্রকোপ, হাসপাতালে স্যালাইনের সংকটসহ নানা সমস্যা

পাবনা পানি উন্নয়ন বোর্ডের দুই প্রকৌশলী টাকাসহ আটক, পালাল ঠিকাদার

ফরিদপুরে দুর্ঘটনায় একই পরিবারের চারজনের পর মারা গেল মা, নিহতের সংখ্যা বেড়ে ১৬

ফরিদপুরে দুই শ্রমিক নিহতের ঘটনায় ঢাকা-খুলনা মহাসড়ক তিন ঘণ্টা অবরোধ

কলাপাড়ায় কথিত সাংবাদিকের নামে চাঁদাবাজির মামলা

পঞ্চম দিনে হিট স্ট্রোকে নয় জেলায় ১০ জনের মৃত্যু

এই বিভাগের সব খবর

শিরোনাম :