একসঙ্গে ৩৭ ছবিতে ডিপজল

মাহমুদ উল্লাহ, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ জুন ২০১৭, ১৫:৫৪

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় ও শক্তিশালী অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। বেশ কিছুদিন তিনি চলচ্চিত্র থেকে দূরে ছিলেন। কিন্তু এখন একসঙ্গে ৩৭টি ছবির কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। এই সিনেমাগুলো তিনি একটানা শেষ করবেন। এছাড়াও ডিপজল এবার এমপি নির্বাচনেও দাড়াবেন বলে জানান।

যৌথ প্রতারণার বিরুদ্ধে সেন্সরবোর্ড ঘোরাও কর্মসূচীতে এসে ঢাকাটাইমসকে তিনি এসব কথা বলেন। ছবির বিষয়ে তিনি বলেন, ‘আমার হাতে এখন ৩৭টি ছবির কাজ। এখন একটানা এসব ছবির কাজ আমি শেষ করবো।’

সংসদ নির্বাচনে আপনি দাড়াবেন শুনেছিলাম। সেটার কি খবর জানতে চাইলে ডিপজল বলেন, ‘এখনও মানসিকভাবে নির্বাচনের জন্য আমি তৈরি না। তবে সংসদ নির্বাচনের ইচ্ছা আছে। নির্বাচন করবো।’

বর্তমান সিনেমার অবস্থান সম্পর্কে ডিপজল বলেন, ‘এখন দেশের সিনেমা ইন্ডাস্ট্রিকে ধ্বংস করতে একশ্রেনীর কুচক্রী মহল নিজেদের স্বার্থে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখন সিনেমা হচ্ছে না, সিনেমা বন্ধ করার চেষ্টা চালানো হচ্ছে।’

সিনেমার অবস্থান এতদিন ভাল ছিলনা তাই এতদিন সিনেমায় কাজ কমিয়ে দিয়েছিলেন বলে এই খল অভিনেতা জানান।

২০০৪ সালে এফ আই মানিক পরিচালিত ‘কোটি টাকার কাবিন’ ছবিতে পুরোপুরি নতুনভাবে আসেন মনোয়ার হোসেন ডিপজল। গল্পের কেন্দ্রীয় চরিত্রে ছিলেন তিনি। ছবিটি হিট হলে আবার আলোচনায় আসেন শক্তিমান এই অভিনেতা।চলচ্চিত্রে সফল ডিপজল রাজনীতিতেও সাড়া ফেলেন। ডিপজল ১৯৯৪ সালে ঢাকার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। আগামী সংসদ নির্বাচনে নিজের অবস্থান কোথায় নিয়ে যেতে পারেন তিনি তাও দেখার বিষয়।

ঢাকাটাইমস/২১জুন/এমইউ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :