কাতার-সৌদি দ্বন্দ্বে পক্ষ নেবে না পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২১ জুন ২০১৭, ২০:১৩ | প্রকাশিত : ২১ জুন ২০১৭, ২০:১০

কাতার-সৌদি আরব দ্বন্দ্বে পাকিস্তান কোনো পক্ষ নেবে না বলে জানিয়ে দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ।

বুধবার সিনেট কমিটিকে ব্রিফ করার সময়ে তিনি বলেন, ‘পাকিস্তান অন্য কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না।মধ্যপ্রাচ্যের বিষয়ে নিরপেক্ষ অবস্থান পাকিস্তান বজায় রাখবে।’

সৌদি আরব, মিশর, বাহরাইন, ইয়েমেন, লিবিয়া এবং সংযুক্ত আরব আমিরাত চলতি মাসের ৫ তারিখে কাতারের সঙ্গে কূটনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করে।

এ ছাড়া সৌদি নেতৃত্বাধীন ৪১ দেশের সামরিক জোটে পাকিস্তানের সাবেক সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফের যোগ দেয়ার বিষয়েও কথা বলেন তিনি। পাক সিনেটকে তিনি অবহিত করেন, জেনারেল শরিফ ব্যক্তিগতভাবে এ জোটে যোগ দিয়েছেন।

অবশ্য এর আগে, রাহিল শরিফকে এ পদে যোগ দেয়ার জন্য এনওসি সরকার মঞ্জুর করেছে বলে নিশ্চিত করেছিলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।

সূত্র: পার্স টুডে

(ঢাকাটাইমস/২১জুন/এসআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :