‘প্রধানমন্ত্রীর প্রত্যাশা অনুযায়ী কাজ করতে সক্ষম হয়েছি’

মহিউদ্দিন মাহী, ঢাকাটাইমস
| আপডেট : ২১ জুন ২০১৭, ২১:০৭ | প্রকাশিত : ২১ জুন ২০১৭, ২১:০২

দায়িত্ব গ্রহণের এক বছর পূর্ণ করলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। বুধবার তার দায়িত্ব নেয়ার এক বছর পূর্ণ হয়। বছরপূর্তির দিনে নিজ দপ্তরে এক বছরের বিভিন্ন কর্মকাণ্ডের কথা তুলে ধরে ঢাকাটাইমসের সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী।

ঢাকাটাইমসকে তিনি বলেন, ‘সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর এক বছরে আমি প্রধানমন্ত্রীর প্রত্যাশা অনুযায়ী কাজ করতে সক্ষম হয়েছি। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাশা অনুযায়ী গত এক বছরে সমাজের অবহেলিত, বঞ্চিত ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়িয়েছি।’

নুরুজ্জামান আহমেদ এর আগে খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। সমাজকল্যাণমন্ত্রী মহসীন আলীর মৃত্যুর পর নুরুজ্জামান আহমেদকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়। মহসীন আলীর সঙ্গে প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন প্রমোদ মানকিন। ২০১৬ সালের ১১ মে ভারতের একটি হাসপাতালে প্রমোদ মানকিন মারা গেলে এই পদটি শূন্য হয়ে যায়। এক মাসেরও বেশি সময় পর সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান ২০১৪ সালের নির্বাচনে লালমনিরহাট-২ আসন থেকে নির্বাচিত নুরুজ্জামান আহমেদ।

অটিজম নিয়ে উন্নয়নমূলক কাজ করার পরিকল্পনা আছে জানিয়ে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ সারা বিশ্বে অটিজম নিয়ে কাজ করেন। প্রধানমন্ত্রীও প্রতিবন্ধীদের বিষয়ে খুবই আন্তরিক। তাই অটিজম নিয়ে কাজ করা প্রধানমন্ত্রী কন্যার পরামর্শে সমাজে আরো উন্নয়নমূলক কাজ করার পরিকল্পনার আমাদের রয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, গতবারের চেয়ে এবারের বাজেটে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে আরও বেশি বরাদ্দ দেয়া হয়েছে। এবার মানুষের চাহিদা অনুযায়ী যা যা করা দরকার তা আমরা করতে পারবো।

এক বছর পূর্তি উপলক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তারা প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

ঢাকাটাইমস/২১জুন/এমএম/এমআর

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

কৃষির উন্নয়নে সমবায় পদ্ধতি চালু করার পরামর্শ প্রধানমন্ত্রীর

আজ কৃষক লীগের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী

আওয়ামী লীগ নিজেদের নৌকা নিজেরাই ডুবিয়েছে: মঈন খান

দেশের মানুষকে আর বোকা বানানো যাবে না: সালাম

নির্বাচনের পর বিরোধী দলগুলোর ওপর নানা কায়দায় নির্যাতন চালাচ্ছে আ.লীগ: মির্জা ফখরুল

বিএনপিসহ গণতন্ত্রকামী জনগণকে সরকার বন্দি করে রেখেছে: রিজভী 

গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারায় বিএনপি: ওবায়দুল কাদের

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপির বৈঠক

এমপি-মন্ত্রীর স্বজনদের উপজেলা নির্বাচনে প্রার্থী হতে আ.লীগের ‘মানা’

মুজিবনগর সরকারের ৪০০ টাকা বেতনের কর্মচারী ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী

এই বিভাগের সব খবর

শিরোনাম :