বরিশালে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

বরিশাল ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ জুন ২০১৭, ২২:১৮

বরিশালে দুর্নীতি মামলায় অগ্রণী ব্যাংকের এক জ্যেষ্ঠ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম আ.ন.ম বজলুর রশিদ।

বুধবার দুপুরে নগরীর আলেকান্দা এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি অগ্রণী ব্যাংকের ঝালকাঠি শাখার জেষ্ঠ্য কর্মকর্তা।

দুর্নীতি দমন কমিশনের সমন্বিত পটুয়াখালী জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক নীল কমল পাল জানান- জ্যেষ্ঠ কর্মকর্তা আ.ন.ম বজলুর রশিদ নগরীর চকবাজার শাখায় ৭ লাখ টাকার ঋণ দেন। এর বিপরীতে রাখা জমির মূল দলিল ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ব্যাংকের লকার থেকে বের করে ফেরত দেন। পরে ঋণ পরিশোধের পূর্বে দলিল ঋণ গ্রহীতাকে ফেরত দেয়। দলিল ফেরত পেয়ে পরস্পর যোগসাজসে জমি ১১ লাখ ৭০ হাজার টাকায় বিক্রি করে। ঋণের টাকা পরিশোধ না করে সম্পূর্ণ টাকা আত্মসাৎ করেছে।

এই ঘটনায় উপ-সহকারী পরিচালক নীল কমল পাল বাদী হয়ে গত ৩১ মে বরিশাল নগরীর কোতয়ালি মডেল থানায় মামলা করেন। মামলায় ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও প্রতারনার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

ওই মামলার আসামি হিসেবে সকালে নগরীর আলেকান্দা এলাকার বাসা থেকে ব্যাংক কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে।

(ঢাকাটাইমস/২১জুন/ব্যুরো প্রধান/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :