জমে উঠেছে ভোলার ঈদ বাজার

ইকরামুল আলম, ভোলা
 | প্রকাশিত : ২২ জুন ২০১৭, ১১:৪৬

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ক্রেতাদের সরব আনাগোনায় জমে উঠেছে ভোলার ঈদ মার্কেট। রোজার প্রথম দিকে বেচাকেনা কম থাকলেও ঈদ ঘনিয়ে আসার সাথে সাথে ক্রেতা-দর্শনাথীদের পদচারণায় মুখরিত হয়ে ঊঠেছে ভোলার বিপণীবিতানগুলো। তবে দাম নিয়ে ক্রেতাদের মধ্যে কিছুটা মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। রোজার প্রথম দিকে প্রচণ্ড গরম ও দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকায় প্রথম দিকে বেচাকেনা কিছুটা কম থাকলেও দিন দিন ভিড় বেড়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা।

অন্যদিকে ঈদকে সামনে রেখে মার্কেটগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানান পুলিশ সুপার।

ভোলার বিভিন্ন বিপণীবিতানগুলো ঘুরে দেখা গেছে, তরুণীদের পছন্দের তালিকার বাহুবলি, বেহুলা, নাগিন, পানসু, রাখি বন্দন নামে ভারতীয় ড্রেস রয়েছে। তবে দেশি পোশাকের চাহিদাও কম নয়।

এছাড়াও ছেলেদের জন্য শার্ট, প্যান্ট, পাঞ্জাবির সমারহ দোকানগুলোতে। বিক্রি হচ্ছে ছোটদের নানা রঙের ও বাহারি নামের পোশাক। বাজার ঘুরে ঘুরে যাচাই-বাছাই করে অনেকেই কিনছেন মানানসই পোশাক।

বিক্রেতারা জানান, সকাল থেকে রাত পর্যন্ত পছন্দের পোশাক কিনতে, মার্কেটে মার্কেটে ঘুরছেন ক্রেতারা। বিক্রি ভালো হওয়ায় খুশি তারা।

জিয়া সুপার মার্কেটের দোকানদার বাচ্চু মিয়া জানান, আমরা সবসময় চেষ্টা করি ক্রেতাদের পছন্দমত পোশাক সরবরাহ করতে।

ঈদের কেনা কাটা করতে আসা মিসেস আমজাদ জানান, দ্বীপ জেলা ভোলায় বর্তমানে সব ধরনেরই পোশাক পাওয়া যাচ্ছে। পছন্দমত পোশাক কিনতে আসছি।

অন্য ক্রেতা মনিরুল ইসলাম জানান, ভোলায় পছন্দমত প্রায় সবধরনের পোশাক পাওয়া গেলেও বিক্রেতাদের আকাশচুম্বী দামের জন্য কোন পোশাক কেনা যাচ্ছে না। এ ব্যাপারে জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

ভোলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক মো. শফিকুল ইসলাম জানান, আমরা রমজানের আগে ভোলায় পণ্যের দাম ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করা হয়েছে। সেখানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ উপস্থিত ছিলেন। মন্ত্রী ভোলার ব্যবসায়ীদের রমজানে পণ্যের দাম ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে বলেন। তার কথা অনুযায়ী ভোলার ব্যবসায়ীরা এ বছর পণ্যের দাম ক্রয় ক্ষমতার মধ্যে রেখেছে। তাই এবারের ঈদে অন্যান্য জেলার চেয়ে ভোলায় পণ্যের দাম কম হওয়ায় ক্রেতারা সাধ্যের মধ্যে তাদের পছন্দের পণ্য কিনতে পারছে।

ভোলার পুলিশ সুপার মো. মোকতার হোসেন জানান, ঈদকে সামনে রেখে শহরের প্রতিটি মার্কেটে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে।

(ঢাকাটাইমস/২২জুন/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :