কাশ্মির সমস্যা নিরসনে উদ্যোগী জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ জুন ২০১৭, ১৩:২০

কাশ্মির সমস্যা সমাধানে ভারত-পাকিস্তান আলোচনা শুরুর চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানালেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। সেই উদ্দেশ্যে তিনি দুই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং নওয়াজ শরিফের সঙ্গে একাধিক বৈঠকে বসেছেন বলেও জানান।

জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর জাতিসংঘের দপ্তরে এটাই ছিল গুতেরেসের প্রথম সাংবাদিক বৈঠক। সেখানেই তাকে নিয়ন্ত্রণরেখায় ক্রমবর্ধমান উত্তেজনা এবং সংঘর্ষবিরতি লঙ্ঘন নিয়ে প্রশ্ন করা হয়। কাশ্মির সমস্যা সমাধানে তিনি কোনও আলোচনার পথ খুঁজছেন কি না জানতে চাইলে তিনি বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে তিনবার এবং ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দুইবার কথা বলেছি।

এদিকে ভারত-পাকিস্তান উত্তেজনা কমাতে নিষ্ক্রিয়তার অভিযোগও উঠেছিল গুতেরেসের বিরুদ্ধে। সেই প্রসঙ্গ তিনি বলেন, ‘যার বিরুদ্ধে কাজ না করার অভিযোগ ওঠে, তার পক্ষে এ তো যথেষ্ট সংখ্যক বৈঠক।’

চলতি মাসের শুরুতেই রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের সম্মেলনের ফাঁকে মোদির সঙ্গে কথা হয়েছিল গুতেরেসের। ওই দিন ভারত-পাকিস্তান বৈঠকে মধ্যস্থতা করতে চাওয়ার ইঙ্গিত তিনি দেননি। বরং আলোচনার পথে শান্তিপূর্ণ সমাধান খোঁজার ডাক দেন দুই পড়শি দেশকে।

গুতেরেসের মুখপাত্র স্টেফানে দুজারিক বলেন, ওই অঞ্চলের পরিস্থিতির উপরে নজর রেখেছেন মহাসচিব।

ভারত বরাবরই বলে এসেছে, কাশ্মির নিয়ে কোনও তৃতীয় পক্ষের সঙ্গে কথা বলবে না তারা। এরই মধ্যে ইসলামাবাদের অস্বস্তি বাড়িয়ে আফগানিস্তান নিয়ে পেন্টাগনের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, তালেবান ও হাক্কানি নেটওয়ার্কের মতো আফগান-কেন্দ্রিক জঙ্গি গোষ্ঠীগুলো পাকিস্তানে নিজেদের অবাধ কাজকর্ম চালিয়ে যাচ্ছে। পাকিস্তান সরকারের কিছু অংশের সমর্থনেই তারা ফুলেফেঁপে উঠছে।’

(ঢাকাটাইমস/২২জুন/জেএস)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

দুই নিরস্ত্র ফিলিস্তিনিকে গুলি করে হত্যার পর বালিচাপা দিলো ইসরায়েলি সেনারা 

গাজায় যুদ্ধাপরাধে জড়িতদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আইসিসির প্রতি আহ্বান

কলকাতা বিমানবন্দরে চলল গুলি, নিরাপত্তা কর্মীর মৃত্যু

ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে হুমকি পেলেন জাতিসংঘের বিশেষজ্ঞ

মস্কোতে কনসার্টে হামলা: এখনো প্রায় ১০০ জন নিখোঁজ 

বাবা কোটিপতি, ২০ বছর ধরে জানতই না ছেলে!

গাজা যুদ্ধের ১৭৩তম দিন, প্রাণহানি বেড়ে সাড়ে ৩২ হাজার

মস্কোতে সন্ত্রাসী হামলা: ফের মৃত্যুদণ্ড চালুর আহ্বান রুশ আইনপ্রণেতাদের

দশ বছরে ৬৪ হাজার অভিবাসীর মৃত্যু, বেশিরভাগই সাগরে ডুবে: জাতিসংঘ

৩০ হাজার কোটি রুপি ব্যয়ে মিয়ানমার সীমান্তে বেড়া দেবে ভারত

এই বিভাগের সব খবর

শিরোনাম :