থাইল্যান্ডের রাজাকে লক্ষ্য করে গুলি

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২২ জুন ২০১৭, ১৫:৩৫ | প্রকাশিত : ২২ জুন ২০১৭, ১৫:৩১

থাইল্যান্ডের রাজা মাহা ভাজিরালংকর্নকে লক্ষ্য করে রাতের আঁধারে গুলি ছুড়েছে জার্মানের দুই কিশোর। তবে এই ঘটনায় রাজা অক্ষত আছেন বলে জানিয়েছে জার্মান কর্তৃপক্ষ।

গতকাল বুধবার বিবিসির খবরে বলা হয়, ১০ জুন রাতে জার্মানির এর্দিং শহরে একটি বাড়ির জানালা থেকে ১৩ ও ১৪ বছরের দুই বালক রাজাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। জার্মানির মিউনিখ বিমানবন্দরের কাছের সড়কে রাজা ভাজিরালংকর্ন সাইকেল চালানোর সময় এ ঘটনা ঘটে। থাইল্যান্ডের রাজা ভাজিরালংকর্ন প্রায় সময় জার্মানিতে কাটান। এ ওই তারা রাজাকে হত্যা করতে চেয়েছিল কি না, এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় রাজাসহ কেউ আহত হননি।

গত বছর পিতা রাজা ভুমিবল আদুলিয়াদজের মৃত্যুর পর ‍থাইল্যান্ডের সিংহাসনে বসেন ভাজিরালংকর্ন।

স্থানীয় কৌঁসুলির কার্যালয়ের মুখপাত্র টমাস রাশার বলেন, ‘থাইল্যান্ডের রাজা ভাজিরালংকর্ন একদল সাইকেল আরোহীর সঙ্গে সাইকেল চালাচ্ছিলেন। ওই দুই কিশোর রাজাকে, না সাইকেল আরোহী দলের অন্য সদস্যকে লক্ষ্য করে গুলি ছুড়েছিল, তা নিশ্চিত না। পরে দলটি রাজার গাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় আবার গুলি করা হয় বলেও জানিয়েছেন তিনি।

তিনি বলেন, ‘মোট কতটি গুলি করা হয়েছে তা এখনও জানা যায়নি। একটির বেশি গুলি করা হয়েছে এটাই জানতে পেরেছি।তারা কাদের দিকে গুলি করছে বালকগুলো তা জানতো কি না তাও পরিষ্কার নয়।

টমাস রশার বলেন, ‘ওই দুই কিশোরের বিরুদ্ধে রাজা কোনো আইনি অভিযোগ করতে চান না। তবে জার্মান আইনে ভুক্তভোগীর ইচ্ছা-অনিচ্ছা অভিযোগ গঠনে প্রভাব ফেলে না।’

মিউনিখের দক্ষিণে একটি হ্রদ এলাকায় ভাজিরালংকর্নের দুটি বাগানবাড়ি আছে বলে জানিয়েছে জার্মানির একটি সংবাদপত্র। গত বছর রাজা ভূমিবল আদুলাদেজের মৃত্যুর পর নতুন রাজা হিসেবে দায়িত্ব নেন তার ছেলে ৬৪ বছর বয়সী মাহা ভাজিরালংকর্ন।

(ঢাকাটাইমস/২২জুন/এসআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

কলকাতা হাইকোর্টের বিরুদ্ধে তীব্র ক্ষোভ মমতার

ভারী বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত কারাগার, পালালো শতাধিক বন্দি 

ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় পর্বে ১৩ রাজ্যের ৮৮ আসনে ভোটগ্রহণ শুক্রবার

ইরানের স্বরাষ্ট্রমন্ত্রীকে গ্রেপ্তার করতে চায় আর্জেন্টিনা, কিন্তু কেন?

স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দায়িত্বপালন থেকে বিরত থাকবেন স্পেনের প্রধানমন্ত্রী 

ইউক্রেনকে গোপনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র

ইসরায়েল-ইরান সংঘাত: সিরিয়া কি নতুন যুদ্ধক্ষেত্র হবে?

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিবে জ্যামাইকা

পাকিস্তানের পর এবার শ্রীলঙ্কা সফরে ইরানের প্রেসিডেন্ট

বিরল সফরে ইরানে উত্তর কোরিয়ার প্রতিনিধিদল

এই বিভাগের সব খবর

শিরোনাম :