মুন্না ভাইয়ের সার্কিটের বাংলো ভেঙে দিল সরকার

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ জুন ২০১৭, ১৫:৩৫

আইন ভাঙাটা যেন ‘সার্কিটে’র কাছে জলভাত। ‘মুন্নাভাই’য়ের সঙ্গে মিলে কত বার যে এমনটা করেছেন তার ইয়ত্তা নেই! তবে সে তো রিল লাইফে। কিন্তু, রিয়েল লাইফেও যে তাঁর বিরুদ্ধে ‘বেআইনি’ কাজের অভিযোগ উঠবে তা কে জানত।

সার্কিট থুড়ি আরশাদ ওয়ারসির বিরুদ্ধে অভিযোগ তুলেছে বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি)। সোমবার আরশাদের ভারসোভার বাংলোতে হানা দিয়ে তার তিনতলার একাংশ ভেঙে দিলেন বিএমসি-র কর্মীরা। অভিযোগ, সম্পূর্ণ বেআইনি ভাবেই ওই নির্মাণ করেছিলেন তিনি।

ভারসোভায় এয়ার ইন্ডিয়া কো-অপরেটিভ সোসাইটিতে ২০১২-য় একটি দোতলা বাংলো কিনেছিলেন আরশাদ ও তাঁর স্ত্রী মারিয়া গোরেটি। সোসাইটির বাসিন্দাদের অভিযোগ, সে বছর বেআইনি ভাবে বাংলোয় তেরোশো বর্গফুটের ওই তৃতীয়তলাটি নির্মাণ করেন বলিউড অভিনেতা। এ নিয়ে বিএমসি-তে নালিশও জানান সোসাইটির বাসিন্দারা। সেই অভিযোগের ভিত্তিতেই পরের বছর তা ভাঙতে যান বিএমসি-র কর্মীরা। তখনই আদালতের দ্বারস্থ হন আরশাদ। বিএমসি-র নির্দেশে নির্মাণ কাজে স্থগিতাদেশ দেয় আদালত।

কিন্তু, চার বছর পর সম্প্রতি সেই স্থগিতাদেশ তুলে নিয়েছে আদালত। ফলে বেশ বেকায়দায় পড়েছেন আরশাদ।

গত শনিবার ওই বাংলোয় গিয়ে তিনতলার ওই অংশ ভাঙার নোটিস ঝুলিয়ে আসে বিএমসি। সে সময় অবশ্য বাংলোতে ছিলেন না আরশাদ বা তাঁর স্ত্রী। নোটিসে বলা হয়, ২৪ ঘণ্টার মধ্যে ওই নির্মাণ ভেঙে দিতে হবে। তাতে কোনও সাড়া না মেলায় সোমবার ফের বাংলোতে হাজির হন বিএমসি কর্মীরা।

পুরসভার তরফে জানানো হয়েছে, ওই দিন তিনতলার একাংশ ভাঙা হয়েছে। তবে ফের এক বার ওই অভিনেতা ও তাঁর স্ত্রীকে নোটিস পাঠানো হবে বলে জানিয়েছে পুরসভা। গোটা ঘটনায় আরশাদের কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে তাঁর বাংলোর একাংশ যে ভাঙা হয়েছে তা স্বীকার করে নিয়েছেন তিনি।

ঢাকাটাইমস/২২জুন/এমইউ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিনোদন এর সর্বশেষ

সুচিত্রা সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘মাইক’ পুরস্কৃত

তৃতীয় বিয়েটা কবে করবেন আমির খান? প্রশ্ন শুনে যা হলো

এফডিসিতে সাংবাদিকদের মারধর: লজ্জিত রিয়াজ, জানিয়েছেন নিন্দা

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে এফডিসির সামনে মানববন্ধন

ভারতে ‘পদ্মশ্রী’ পেলেন বাংলাদেশের রবীন্দ্রসংগীতশিল্পী বন্যা

শিশুশিল্পী উধাও, পুরস্কারের জন্য খুঁজছেন পরিচালক নূরুজ্জামান

সাংবাদিকদের মারধর: শিল্পী সমিতিকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

নির্বাচিত হয়েই হিন্দি সিনেমা আমদানির বিষয়ে হুঁশিয়ারি দিলেন ডিপজল

‘আম্মাজান’ সুপারহিট হওয়ার পরও কেন সিনেমা ছাড়লেন শবনম?

এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা, দুঃখ প্রকাশ করে যা বললেন মিশা-ডিপজল

এই বিভাগের সব খবর

শিরোনাম :