ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ জুন ২০১৭, ১৫:৪৯
ফাইল ছবি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে ভারতীয় সীমান্তে গরু আনতে গেলে বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

আহত গরু ব্যবসায়ী লুৎফর রহমান ওরফে লতিফুর উপজেলার পশ্চিম হরিণমারী এলাকার আলিম উদ্দিনের ছেলে।

বিজিবি জানায়, বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের রত্নাই সীমান্তে অবৈধভাবে লতিফুর রহমান গরু আনতে যান। এ সময় বিএসএফ সোনামতি ক্যাস্পের লতিফুরকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে লতিফুর গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে বিএসএফ সদস্যরা তাকে ভারতীয় ক্যাম্পে নিয়ে যান।

স্থানীয় আমজানখোর ইউপি চেয়ারম্যান মো. আকালু ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

ঠাকুরগাঁও-৩০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খাদেমুল বাশার বিষয়টি নিশ্চিত করে বলেন, গুলিবিদ্ধ লতিফুরকে দেশে আনার জন্য বিএসএফের কাছে চিঠি পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/২২জুন/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :