গাজীপুরে সড়কে বাড়ছে গাড়ির চাপ

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২২ জুন ২০১৭, ১৬:০৮ | প্রকাশিত : ২২ জুন ২০১৭, ১৫:৫৯

গাজীপুরেরর ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঈদে ঘরমুখো মানুষের কারণে বাড়তি যানবাহনের চাপ রয়েছে। এতে মহাসড়কে যানবাহনের লম্বা সারি দেখা গেছে। কয়েকটি পয়েন্টে দেখা দিয়েছে থেমে থেমে যানজট।

হাইওয়ে পুলিশ জানায়, ভোরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের দুটি স্থানে গাড়ি বিকল হয়ে যাওয়ায় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। পুলিশ বিকল গাড়ি দুটি সরিয়ে ফেললেও যানবাহনে চাপ বাড়তে থাকে। এতে ওই মহাসড়কে দেখা দিয়েছে যানবাহনের লম্বা সারি। চন্দ্রা ও কালিয়াকৈর অংশে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে।

এদিকে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তায় যানবাহনের চাপ লক্ষ্য করা গেছে। এতে এই অংশ দিয়ে যানবাহন চলছে ধীরগতিতে।

বিকাল নাগাদ গাজীপুরের বিভিন্ন পোশাক কারখানা ছুটি হবে। সেক্ষেত্রে মহাসড়কের জনজট এবং যানজট সৃষ্টি হতে পারে।

তবে পুলিশ ও হাইওয়ে পুলিশ জানিয়েছে, মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে তারা যানজট নিরসনে কাজ করছে।

(ঢাকাটাইমস/২২জুন/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :