আফগানিস্তানে ভয়াবহ বোমা বিস্ফোরণ, নিহত ২৯

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ জুন ২০১৭, ১৭:০০

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশের রাজধানী লাশকার গাহের একটি ব্যাংকের বাইরে শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটেছে। এতে অন্তত ২৯ ব্যক্তি নিহত এবং ৫০ জন আহত হয়েছে বলে সংবাদ মাধ্যমে খবর এসেছে।

আজ বৃহস্পতিবার নিউ কাবুল ব্যাংক শাখায় এ বিস্ফোরণ ঘটানো হয়েছে। বিস্ফোরণে হতাহত ব্যক্তিরা ঈদের আগে তাদের মাসিক বেতন তোলার জন্যে ব্যাংকে জড়ো হয়েছিলেন।হতাহতদের মধ্যে আফগান পুলিশ, সেনাবাহিনী, বেসামরিক ব্যক্তি এবং ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীও রয়েছেন বলে প্রাদেশিক গভর্নরের মুখপাত্র ওমর জাওয়াক জানিয়েছেন। এখনো কোনো গোষ্ঠী বর্বরোচিত এ হামলার দায়িত্ব স্বীকার করেনি। তবে সাম্প্রতিক কয়েক মাসে তালেবান এবং তাকফিরি দায়েশ আফগানিস্তানের বিভিন্ন এলাকায় আত্মঘাতী হামলা চালিয়ে আসছে।

আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন হাজার হাজার বিদেশি সেনার উপস্থিতির সত্ত্বেও সেখানে সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত রয়েছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে কথিত লড়াইয়ের অংশ হিসেবে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী ২০০১ সালে আফগানিস্তানে অভিযান চালায়। তবে ১৪ বছর আগের ওই অভিযানে তালেবান সরকারের পতন হলেও আজ পর্যন্ত আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসেনি।

গত ১৬ বছর ধরে তালেবান জঙ্গি গোষ্ঠী আফগানিস্তানের বিভিন্ন এলাকায় বোমা হামলা চালিয়ে আসছে। এতে বহু মানুষ নিহত হওয়ার পাশাপাশি অনেকেই বাস্তুহারা হয়েছেন।

এছাড়া, ইরাক ও সিরিয়ায় তৎপর তাকফিরি দায়েশ গত কয়েক মাস ধরে আফগানিস্তানে নিজেদের দলে সন্ত্রাসীদের নিয়োগ দিচ্ছে।তালেবান নিয়ন্ত্রিত এলাকায় দায়েশ তাদের নৃশংসতা চালানোর চেষ্টা করছে বলে খবর পাওয়া গেছে।

সূত্র: পার্স টুডে

(ঢাকাটাইমস/২২জুন/এসআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

ভারতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ, শীর্ষনেতাসহ ২৯ মাওবাদী নিহত

ইরানের হামলার প্রতিক্রিয়া জানানোর প্রয়োজন নেই: সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী

ভারতের কাশ্মীরে নৌকাডুবে ৬ জনের প্রাণহানি, নিখোঁজ ১৫

ইসরায়েলে হামলার পর পরমাণু স্থাপনা সাময়িক বন্ধ করে ইরান

২০ বছর পর নতুন প্রধানমন্ত্রী পাচ্ছে সিঙ্গাপুর

ইসরায়েলের পাল্টা হামলার ঘোষণায় উদ্বিগ্ন ইরানিরা

সাইপ্রাসে পুলিশি অভিযানে পাঁচতলা ভবন থেকে ঝাঁপ দিয়ে বাংলাদেশি নিহত 

পাকিস্তানে ভারী বষর্ণ ও বজ্রপাতে নিহত ৩৯

ইরানে সম্ভাব্য হামলার প্রস্তুতি চূড়ান্ত করল ইসরায়েলি বিমান বাহিনী

হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো ঠেকাতে পারেনি ইসরায়েল ও তার মিত্ররা

এই বিভাগের সব খবর

শিরোনাম :