ফিলিস্তিন-ইসরায়েল শান্তি চান ট্রাম্প জামাতা

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ জুন ২০১৭, ১৮:৩৭

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জ্যেষ্ঠ উপদেষ্টা এবং জামাতা জেরাড কুশনার ইসরায়েল এবং ফিলিস্তিনি নেতাদের সঙ্গে পৃথক বৈঠকে মিলিত হয়েছেন। ফিলিস্তিন-ইসরায়েল সংকট নিরসনের লক্ষ্যে কথিত শান্তি প্রক্রিয়া আবার শুরু করার লক্ষ্যে কুশনার দুই পক্ষের সঙ্গে আলোচনা করেছেন বলে সংবাদ মাধ্যমে খবরে প্রকাশ।

২০১৪ সালে স্থবির হয়ে পড়া ফিলিস্তিন-ইসরায়েল শান্তি আলোচনা আবার চালু করার ব্যাপারে জেরাড কুশনার, মধ্যপ্রাচ্য বিষয়ক ট্রাম্পের বিশেষ দূত জেসন গ্রিনবাল্ট, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে গতকাল বুধবার যে বৈঠক করেছেন তা অত্যন্ত ফলপ্রসূ ছিল বলে হোয়াইট হাউসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে।

এছাড়া ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডেভিড ফ্রাইডম্যান নেতানিয়াহুর সঙ্গে আলোচনায় মিলিত হয়েছেন বলে জানা গেছে।

হোয়াইট হাউসের বিবৃতিতে আরো বলা হয়েছে, চলমান সংকট নিরসনের লক্ষ্যে ইসরাইয়েলের অগ্রাধিকার এবং পরবর্তীতে সম্ভাব্য করণীয় বিষয় নিয়ে মার্কিন এই তিন কর্মকর্তা প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করেছেন।

অন্যদিকে, কুশনার, গ্রিনবাল্ট এবং মার্কিন কনস্যুল জেনারেল ডোনাল্ড ব্লোম পশ্চিম তীরের রামাল্লায় ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং তার শীর্ষস্থানীয় উপদেষ্টাদের সঙ্গে পৃথক আলোচনা করেছেন। তারা এ সময় ফিলিস্তিনিদের অগ্রাধিকার এবং পরবর্তীতে সম্ভাব্য করণীয় বিষয়ে আলোচনা করেন বলে বিবৃতিতে বলা হয়েছে।

সূত্র: পার্স টুডে

(ঢাকাটাইমস/২২জুন/এসআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

দুই নিরস্ত্র ফিলিস্তিনিকে গুলি করে হত্যার পর বালিচাপা দিলো ইসরায়েলি সেনারা 

গাজায় যুদ্ধাপরাধে জড়িতদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আইসিসির প্রতি আহ্বান

কলকাতা বিমানবন্দরে চলল গুলি, নিরাপত্তা কর্মীর মৃত্যু

ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে হুমকি পেলেন জাতিসংঘের বিশেষজ্ঞ

মস্কোতে কনসার্টে হামলা: এখনো প্রায় ১০০ জন নিখোঁজ 

বাবা কোটিপতি, ২০ বছর ধরে জানতই না ছেলে!

গাজা যুদ্ধের ১৭৩তম দিন, প্রাণহানি বেড়ে সাড়ে ৩২ হাজার

মস্কোতে সন্ত্রাসী হামলা: ফের মৃত্যুদণ্ড চালুর আহ্বান রুশ আইনপ্রণেতাদের

দশ বছরে ৬৪ হাজার অভিবাসীর মৃত্যু, বেশিরভাগই সাগরে ডুবে: জাতিসংঘ

৩০ হাজার কোটি রুপি ব্যয়ে মিয়ানমার সীমান্তে বেড়া দেবে ভারত

এই বিভাগের সব খবর

শিরোনাম :