হাসিনার অধীনে নির্বাচন হবে রক্তারক্তির: হাফিজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২২ জুন ২০১৭, ২১:৩০ | প্রকাশিত : ২২ জুন ২০১৭, ২১:২১

এই সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না জানিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, ‘শেখ হাসিনার অধীনে নির্বাচন হলে সেই নির্বাচন হবে রক্তারক্তির। আওয়ামী লীগের আমলে এর আগে কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি। শেখ হাসিনার অধীনে নির্বাচন কেমন সুষ্ঠু হবে তা মহাসচিব মির্জা ফখরুলসহ গাড়িবহরে হামলা এবং তার গেঞ্জি পরা ছবি দেখেই বোঝা যায়।’

বৃহস্পতিবার রাজধানীর মহাখালীতে গ্রিন হেলমেট রেস্টুরেন্টে এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। ইফতার মাহফিলের আয়োজন করে বাংলাদেশ কল্যাণ পার্টি।

নির্বাচনের আগেই প্রধানমন্ত্রী নির্বাচনী প্রচার চালাচ্ছেন অভিযোগ করে তিনি বলেন, ‘শেখ হাসিনার কথা শুনলে মনে হয় নির্বাচনের হাওয়া প্রবাহিত হচ্ছে। আর হাওয়া দিচ্ছেন স্বয়ং প্রধানমন্ত্রী। তার বক্তব্য শুনলে মনে হয় আগামী সপ্তাহে নির্বাচন।’

নির্বাচনের পাশাপাশি আন্দোলনের প্রস্তুতি নেয়ার তাগিদ দিয়ে তিনি বলেন, ‘আমরা নির্বাচনের প্রস্তুতি নেব সঙ্গে সঙ্গে রাজপথে আন্দোলনের প্রস্তুতিও নিতে হবে। প্রস্তুতি নিতে হবে কিভাবে আওয়ামী লীগের দুঃশাসনের হাত থেকে রক্ষা পাওয়া যায় সে ব্যাপারে। নির্বাচনে আমরা কি উটপাখির মতো মাথা গুজিয়ে বসে থাকবো। এবার কারচুপির অভিযোগ উঠলেই সঙ্গে সঙ্গে মাঠে নামবো।’

নির্বাচন কমিশনে নিজেদের লোক বসিয়ে চালাকির নির্বাচন করতে চায় আওয়ামী লীগ এমন অভিযোগও করেন সাবেক এই মন্ত্রী।

অর্থমন্ত্রীর বাজেট নিয়ে তিনি বলেন, ‘যেখানে সংসদের সবাই বলছে এই বাজেট জনবান্ধব নয় সেখানে অর্থমন্ত্রী বলেন এটি নাকি তার জীবনের শ্রেষ্ঠ বাজেট।’

সংগঠনের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীকের সভাপতিত্বে ইফতার মাহফিলে যোগ দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, এলডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তজা, জামায়াতের আব্দুল হালিম, এলডিপির ড. রেদওয়ান আহমেদ, শাহাদাত হোসেন সেলিম, এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি, নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক সিকদার, কল্যাণ পার্টির মহাসচিব এম আমিনুর রহমান, গোলাম মোস্তফা ভুঁইয়া প্রমুখ।

(ঢাকাটাইমস/২২জুন/বিইউ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

কঠিন দুঃসময় চলছে: মির্জা ফখরুল

খালেদা জিয়াসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে শুক্রবার নয়াপল্টনে মহানগর দক্ষিণ বিএনপির সমাবেশ

কারাগারে আটক বিএনপি নেতা খোকনের বাসভবনে সালাম

খালেদা জিয়ার মুক্তির জন্য সরকারের যে কারো সঙ্গে আলোচনায় প্রস্তুত আছি: অলি

সৌদি আরব-আমেরিকায় বাংলাদেশের চেয়েও বড় দুর্ঘটনা ঘটে: ওবায়দুল কাদের

আওয়ামী শাসকগোষ্ঠী এখন আরও তীব্র মাত্রায় হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল

সরকার চোরাবালির ওপর, পতন অনিবার্য: রিজভী

আ.লীগের কার্যনির্বাহী বৈঠক ৩০ এপ্রিল, গুরুত্ব পাবে উপজেলা নির্বাচন

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে আব্দুল আউয়াল মিন্টু

বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণের মরদেহের প্রতি আ.লীগের শ্রদ্ধা

এই বিভাগের সব খবর

শিরোনাম :