দুর্নীতিতে নৌকা ডুবে গেছে: শামা ওবায়েদ

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ জুন ২০১৭, ২১:২৮

ভোটারবিহীন নির্বাচনে ক্ষমতায় আসা সাংসদরা দুর্নীতির কারণে গণবিচ্ছিন্ন হয়ে গেছেন উল্লেখ করে বিএনপির কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, দুর্নীতিতে নৌকা ডুবে গেছে, আপনারা ঐক্যবদ্ধ হন। বিএনপি আগামীতে ক্ষমতায় আসবে।

বৃহস্পতিবার নগরকান্দা উপজেলার লস্করদিয়া আতিয়ার রহমান উচ্চ বিদ্যালয়ে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা বিএনপি এ মাহফিলের আয়োজন করে।

শামা ওবায়েদ তার বক্তব্যে নগরকান্দা উপজেলায় বিএনপির প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।

বিএনপির এই নেত্রী বলেন, ‘দুর্নীতিতে নৌকা ডুবে গেছে, আপনারা ঐক্যবদ্ধ হোন। আগামী নির্বাচনে যেন এই নগরকান্দা থেকেই নৌকা ডুবি হয় সেই লক্ষ্যে আপনার এখন থেকেই কাজ করুন। ইনশাআল্লাহ নৌকা ডুবি হবেই। ’

তিনি বলেন, ২০১৪ সালে বিনা ভোটে এমপিরা নির্বাচিত হয়ে দুর্নীতির মাত্রা ছড়িয়ে গেছে, তারা গণবিচ্ছিন হয়ে গেছেন। এখন তারা এলাকার মানুষের সাথে যোগাযোগ রাখেন না। কারণ তারা ভোটে নির্বাচিত হয়নি।

উপজেলা বিএনপির সভাপতি লিয়াকত আলী খান বুলুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ মোদারেরস আলী ইছা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ জুলফিকার আলী জুয়েল, নগরকান্দা উপজেলা থানা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুকুল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ প্রমুখ।

(ঢাকাটাইমস/২২জুন/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :