পয়েন্ট ভাগাভাগি করলো জার্মানি-চিলি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৩ জুন ২০১৭, ১২:২৯ | প্রকাশিত : ২৩ জুন ২০১৭, ১০:৪৩

ফিফা কনফেডারেশন কাপে গতকাল গ্রুপ ‘বি’-র ম্যাচে জার্মানি ও চিলি ১-১ গোলে ড্র করেছে। এর ফলে লড়াই আরও জমজমাট হয়ে উঠেছে। অর্থাৎ, সেমিতে উঠার ক্ষেত্রে গ্রুপ পর্বের শেষ ম্যাচটিতে হারলে দুই দলের জন্য তা বিপদের কারণ হতে পারে।

ইতোমধ্যে প্রত্যেকটি দল দুইটি করে ম্যাচ খেলেছে। চার পয়েন্ট নিয়ে গ্রুপ ‘বি’-তে শীর্ষে রয়েছে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন চিলি। সমান চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। এক পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া। এক পয়েন্ট নিয়ে সবার শেষে রয়েছে ক্যামেরুন।

গতকাল রাশিয়ার কাজানে অনুষ্ঠিত ম্যাচটিতে শুরুতেই এগিয়ে য়ায় চিলি। ম্যাচের বয়স যখন মাত্র ছয় মিনিট তখন চিলিকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন আলেক্সিস সানচেজ। এরপর ম্যাচের ৪১ মিনিটে সমতায় ফেরে জার্মানি। গোলটি করেন লার্স স্টিন্ডল। ম্যাচের বাকি সময়ে কোনও গোল না হওয়ায় ম্যাচটি ১-১ গোলে ড্রয়ের মাধ্যমে শেষ হয়।

রাশিয়া এখন আটটি দলের অংশগ্রহণে চলছে ফিফা কনফেডারেশন কাপ। টুর্নামেন্টে গ্রুপ ‘এ’-তে প্রতিদ্বন্দ্বিতা করছে মেক্সিকো, পর্তুগাল, রাশিয়া ও নিউজিল্যান্ড। গ্রুপ ‘বি’-তে খেলছে চিলি, জার্মানি, অস্ট্রেলিয়া, ক্যামেরুন।

(ঢাকাটাইমস/২৩ জুন/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :