সেমির আশা বেঁচে আছে অস্ট্রেলিয়া-ক্যামেরুনের

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ জুন ২০১৭, ১১:০১

ফিফা কনফেডারেশন কাপের ম্যাচে গতকাল ক্যামেরুনের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে অস্ট্রেলিয়া। এর ফলে উভয় দলেরই সেমিফাইনালে খেলার আশা বেঁচে আছে। শেষ চারে খেলতে হলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে উভয় দলকেই এখন বড় ব্যবধানে জিততে হবে।

আগামী ২৫ জুন জার্মানির মুখোমুখি হবে ক্যামেরুন। সোচিতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত নয়টায়। অন্যদিকে, একইদিনে একই সময়ে মস্কোতে মুখোমুখি হবে চিলি-অস্ট্রেলিয়া।

ইতোমধ্যে প্রত্যেকটি দল দুইটি করে ম্যাচ খেলেছে। চার পয়েন্ট নিয়ে গ্রুপ ‘বি’-তে শীর্ষে রয়েছে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন চিলি। সমান চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। এক পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া। এক পয়েন্ট নিয়ে সবার শেষে রয়েছে ক্যামেরুন।

গতকাল রাশিয়ার সেইন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত ম্যাচটির প্রথমার্ধ শেষে ১-০ ব্যবধানে এগিয়ে ছিল ক্যামেরুন। বিরতিতে যাওয়ার আগ মুহূর্তে গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দিয়েছিলেন আন্দ্রে-ফ্রাঙ্ক জাম্বো অ্যাঙ্গুইসা। বিরতি থেকে ফিরে ম্যাচের ৬০ মিনিটে সমতা আনে অস্ট্রেলিয়া। গোলটি করেন মার্ক ড্যানিয়েল মিলিগান। ম্যাচের বাকি সময়ে কোনও গোল না হওয়ায় ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।

রাশিয়া এখন আটটি দলের অংশগ্রহণে চলছে ফিফা কনফেডারেশন কাপ। টুর্নামেন্টে গ্রুপ ‘এ’-তে প্রতিদ্বন্দ্বিতা করছে মেক্সিকো, পর্তুগাল, রাশিয়া ও নিউজিল্যান্ড। গ্রুপ ‘বি’-তে খেলছে চিলি, জার্মানি, অস্ট্রেলিয়া ও ক্যামেরুন।

(ঢাকাটাইমস/২৩ জুন/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :