ট্রেনে ঈদযাত্রা শতভাগ সফল: রেলমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৩ জুন ২০১৭, ১৬:৫০ | প্রকাশিত : ২৩ জুন ২০১৭, ১৬:২৭

এবার ট্রেনে ঈদযাত্রা শতভাগ সফল বলে দাবি করেছেন রেলমন্ত্রী মুজিবুল হক। বলেছেন, ছোটখাটো দুই-একটা ঘটনা ছাড়া ঈদযাত্রায় কোনো সমস্যা হয়নি। সবার সহযোগিতায় এটা সম্ভব হয়েছে বলে মনে করেন মন্ত্রী।

শুক্রবার কমলাপুর স্টেশনের ঈদযাত্রার সার্বিক পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে রেলমন্ত্রী এসব কথা বলেন।

এর আগে মন্ত্রী কমলাপুর স্টেশনে এসে সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি পরিদর্শন করেন, যাত্রীদের সঙ্গে কথা বলেন, তাদের ঈদযাত্রার খোঁজখবর নেন।

পরিদর্শন শেষে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে মুজিবুল হক বলেন, এবারের ঈদযাত্রায় নিয়মিতভাবে সঠিক সময়ে ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে কমলাপুর স্টেশন থেকে। এ পর্যন্ত কমলাপুর থেকে ২৭টি ট্রেন ছেড়ে গেছে, সকালে শুধু রংপুর এক্সপ্রেস ট্রেনটি যান্ত্রিক গোলযোগে একটু দেরি হয়। এছাড়া সব ট্রেনই ছেড়ে গেছে সময়মতো।

রেলমন্ত্রী বলেন, এবছর সঠিক সময়ে যাত্রীদের তাদের গন্তব্যে পৌঁছে দিতে পারছি। যাত্রীসেবায় রেল মন্ত্রণালয় এবার শতভাগ সফল। যাত্রীদের দুর্ভোগের কথা চিন্তা করে এবারে স্পেশাল ট্রেনসহ অতিরিক্ত কোচ করেছি, যাতে যাত্রীরা স্বাচ্ছন্দে বাড়ি পৌঁছতে পারে। সঠিক সময়ে সবার দায়িত্ব যথাযথ পালন করার ফলে এটা সম্ভব হয়েছে।

মুজিবুল হক বলেন, ঈদযাত্রা যে রকম শতভাগ সফল হয়েছি, ঠিক তেমনি যাত্রীরা ঈদের পরে যাতে সঠিক সময়ে কর্মস্থলে পৌঁছাতে পারে সে ব্যবস্থাও আমরা করছি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আসলে যাত্রীদের ট্রেনের ছাদে ভ্রমণ করার কোনো সুযোগ নেই। তবে ঈদ উপলক্ষে যাত্রীদের অনেকেই জীবনের ঝুঁকি নিয়েই ট্রেনের ছাদে উঠছে। আমাদের নিরাপত্তা বাহিনী বারণ করলেও অনেকে ছাদে ওঠে পড়ছে।

(ঢাকাটাইমস/২৩জুন/জিএম/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

সামরিক মহড়ায় বাংলাদেশে আসছে চীন আর্মি, নজর রাখছে ভারত

বাংলাদেশে বৃষ্টির নামাজের খবর আন্তর্জাতিক গণমাধ্যমে

ন্যাপ বাস্তবায়নে উন্নত দেশগুলোকে সহায়তার আহ্বান

রবিবার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, শনিবারও চলবে ক্লাস

উপজেলা নির্বাচনে মাঠ প্রশাসনকে নিরপেক্ষ দায়িত্ব পালনের নির্দেশ ইসির

‘পৃথিবীর কোনো দেশে মানবাধিকার পরিস্থিতি পারফেক্ট নয়’  

ফুডগ্রেডবিহীন ড্রামে ভোজ্যতেল ব্যবহার বন্ধ না হওয়ায় উদ্বেগ

কৃষির সব স্তরে উন্নত প্রযুক্তি আবশ্যক: স্থানীয় সরকারমন্ত্রী

ব্রাজিল থেকে জীবন্ত গরু আনা কঠিন হলেও অসম্ভব নয়: রাষ্ট্রদূত

চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

এই বিভাগের সব খবর

শিরোনাম :