ভারতের রাষ্ট্রপতি পদে দুই দলিত নেতার লড়াই

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৩ জুন ২০১৭, ১৬:৪১ | প্রকাশিত : ২৩ জুন ২০১৭, ১৬:৩৭

ভারতের রাষ্ট্রপতি পদে লোকসভার সাবেক স্পিকার মীরা কুমারকে কংগ্রেসসহ ১৭ বিরোধী দল প্রার্থী ঘোষণা করেছে। গতকাল বৃহস্পতিবার এক বৈঠকে মীরা কুমার বিরোধী দলের প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়।

চলতি সপ্তাহের শুরুর দিকে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি(বিজেপি) রাষ্ট্রপতি পদে বিহারের রাজ্যপাল রামনাথ কোবিন্দের নাম ঘোষণা করেন। এখন রাষ্ট্রপতি নির্বাচনে লড়াইটা দাঁড়াল দুই দলিত নেতা রামনাথ কোবিন্দ ও মীরা কুমারের মধ্যে।

পাঁচবারের পার্লামেন্ট সদস্য মীরা কুমার ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত লোকসভার স্পিকার ছিলেন। আইনজীবী ও সাবেক কূটনীতিক মীরা কুমার ওই সময় বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্পিকার নির্বাচন হয়েছিলেন।

বৃহস্পতিবার বৈঠক শেষে ১৭ বিরোধী দলের রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে মীরার নাম ঘোষণা করেন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী।

বিরোধীদের এ বৈঠকে সোনিয়া ছাড়াও উপস্থিত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংহ, কংগ্রেস নেতা গোলাম নবী আজাদ, মল্লিকার্জুন খাড়গে ও আহমেদ প্যাটেল, এনসিপি নেতা শারদ পাওয়ার, আরজেডি নেতা লালুপ্রসাদ যাদব, সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি, ডিএমকের কান্নিমোড়ি, ন্যাশনাল কনফারেন্সের ওমর আবদুল্লাহ, তৃণমূল কংগ্রেসের ডেরেক ও’ব্রায়েন, বিএসপির সতীশ শাহ এবং সমাজবাদী পার্টির রামগোপাল যাদব। এ ছাড়া জেডিএস, আরএসপি, জেএমএম, কেরল কংগ্রেস, আইইউএমএল এবং এআইইউডিএফের প্রতিনিধিরাও বৈঠকে উপস্থিত ছিলেন।

সোনিয়া গান্ধী বলেন, ‘আমরা মীরা কুমারকে প্রার্থী হিসেবে মনোনীত করছি। আশা করি, অন্য দলগুলোও তাকে সমর্থন করবে।’

মীরা কুমার পরে বলেন, ‘জোরালো আদর্শগত ভিত্তিতে এই শক্তিরা একজোট হয়েছে। তাদের প্রতিনিধি হিসেবে আমি ভোটে লড়ব।’

আজ শুক্রবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিজেপি সভাপতি অমিত শাহ ও এনডিএ-র মুখ্যমন্ত্রীদের উপস্থিতিতে রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর কাছে মনোনয়নপত্র জমা দেন রামনাথ কোবিন্দ। মীরা কুমারও দুই একদিনের মধ্যে তার মনোয়নপত্র জমা দেবেন বলে খবরে প্রকাশ।

মনোনয়নপত্র জমা দেয়ার পর রামনাথ কোবিন্দ বলেন, ‘আমার মতে রাষ্ট্রপতির পদটাকে রাজনীতির ঊর্ধ্বে রাখা উচিত। যেদিন থেকে আমি রাজ্যপাল হয়েছি, সেদিন থেকেই আমি আর কোনও রাজনৈতিক দলের অংশ নই।’ রাষ্ট্রপতি নির্বাচিত হতে পারলে তিনি পদের মর্যাদা রক্ষার বিষয়েও সতর্ক থাকবেন বলে কোবিন্দ মন্তব্য করেন।

আগামী ১৭ জুলাই ভারতের রাষ্ট্রপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর তিন দিন পর ২০ জুলাই ফল ঘোষণা করা হবে। বর্তমান রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর মেয়াদ শেষ হবে ২৪ জুলাই।

(ঢাকাটাইমস/২৩জুন/এসআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

কলকাতা বিমানবন্দরে চলল গুলি, নিরাপত্তার কর্মীর মৃত্যু

ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে হুমকি পেলেন জাতিসংঘের বিশেষজ্ঞ

মস্কোতে কনসার্টে হামলা: এখনো প্রায় ১০০ জন নিখোঁজ 

বাবা কোটিপতি, ২০ বছর ধরে জানতই না ছেলে!

গাজা যুদ্ধের ১৭৩তম দিন, প্রাণহানি বেড়ে সাড়ে ৩২ হাজার

মস্কোতে সন্ত্রাসী হামলা: ফের মৃত্যুদণ্ড চালুর আহ্বান রুশ আইনপ্রণেতাদের

দশ বছরে ৬৪ হাজার অভিবাসীর মৃত্যু, বেশিরভাগই সাগরে ডুবে: জাতিসংঘ

৩০ হাজার কোটি রুপি ব্যয়ে মিয়ানমার সীমান্তে বেড়া দেবে ভারত

বিমান হামলায় হামাসের ২ সামরিক নেতাকে হত্যার দাবি ইসরায়েলের 

ওয়াশিং মেশিনের ভেতরে মিলল কোটি কোটি টাকা

এই বিভাগের সব খবর

শিরোনাম :