কাঁঠালবাড়ী ৩নং ফেরিঘাট চালু

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ জুন ২০১৭, ১৬:৪৯

পদ্মা নদীর পানি বৃদ্ধি পেয়ে পন্টুন সরে বন্ধ থাকা শিবচরের কাঁঠালবাড়ী ঘাটের ৩নং রোরো ফেরিঘাটটি চালু হয়েছে।

দুপুর একটা থেকে এ ঘাট দিয়ে ফেরি চলাচল শুরু হয়।

এর আগে সকাল ৯টা থেকে ঘাটের পন্টুন ঠিক করতে কাজ করে যাচ্ছিল কর্তৃপক্ষ। এসময় এই ঘাট দিয়ে বন্ধ ছিল ফেরি পারাপার।

বিআইডব্লিউটিসি’র কাওড়াকান্দি ঘাট সূত্রে জানা গেছে, ‘পানি বৃদ্ধির ফলে কাঁঠালবাড়ী ফেরি ঘাটের ৩নং ঘাটটির গাড়ি উঠানামার পথের পন্টুন উঁচু হয়ে সরে যায়। পরে বালুভর্তি বস্তা ফেলে ঘাটটি মেরামত করা হয়।

এই সময়টুকুতে একটি ফেরিঘাট বন্ধ থাকায় ফেরি চলাচল কিছুটা ব্যহত হলে শিমুলিয়া ঘাটে পরিবহনের দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ী ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া বলেন, ‘কিছু সময়ের জন্য ঘাটটি বন্ধ ছিল। পানি বৃদ্ধি পাওয়ায় এই সমস্যা দেখা দিয়েছে। তবে আমরা দ্রুত ঘাট মেরামত করে সচল রেখেছি। দুপুরের দিকে ঘাটটি চালু হয়েছে।

তিনি আরো বলেন, ‘যাত্রীসেবা নিশ্চিত করতে নতুন আরো একটি ফেরি সংযুক্ত হয়েছে ঘাটে। বর্তমানে ১৭টি ফেরি রয়েছে। সবগুলোই চলাচল করছে।’

(ঢাকাটইমস/২৩জুন/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :