জাতীয় ঈদগাহে জায়নামাজ ছাড়া অন্য কিছু নয়: বেনজির

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৩ জুন ২০১৭, ১৭:৩৪ | প্রকাশিত : ২৩ জুন ২০১৭, ১৭:২৭
ফাইল ছবি

জননিরাপত্তার স্বার্থে জাতীয় ঈদগাহ ও জাতীয় মসজিদে জায়নামাজ ছাড়া অন্য কিছু না আনতে মুসল্লিদের অনুরোধ করেছেন র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ। তিনি বলেন, নিরাপত্তার স্বার্থে ঈদগাহের প্রবেশদ্বারে অনেকগুলো ডিভাইস স্থাপন করা হবে। যে কারণে ঈদের নামাজে মুসল্লিদের শুধুমাত্র জায়নামাজ নিয়ে আসার অনুরোধ করছি। এর পাশাপাশি প্রয়োজন ছাড়া খাবার পানি না আনারও অনুরোধ করেন তিনি।

শুক্রবার বিকাল তিনটার পর জাতীয় ঈদগাহের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

র‌্যাবের মহাপরিচালক বলেন, ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়ায় এবার রমজানে আল্লাহর রহমতে কোনো সমস্যা হয়নি। আগামী ২/৩ রোজাতেও আশানুরুপ নিরাপত্তাব্যবস্থা থাকবে।

বেনজির আহমেদ বলেন, জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতিসহ অনেক মন্ত্রী ও সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা আসবেন। সব মুসল্লির নিরাপত্তার জন্য জায়নামাজ ছাড়া অন্যকিছু আনাকে নিরুৎসাহিত করা হচ্ছে।

এছাড়া যারা গাড়ি নিয়ে জাতীয় ঈদগাহে নামাজ পড়তে আসবেন তাদের দূরে গাড়ি পার্কিং করার পরামর্শ দেন তিনি।

ঘরমুখো মানুষের ঈদ যাত্রাকে সন্তোষজনক দাবি বরে র‌্যাব প্রধান বলেন, অন্যবারের তুলনায় এবারের ঈদযাত্রায় সড়কে ভোগান্তি কম দেখা গেছে। জনভোগান্তি কমাতে র‌্যাব-পুলিশসহ অন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।

ঢাকাটাইমস/২৩জুন/এমআর

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

ইভ্যালির রাসেল-শামিমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

জিম্মি নাবিকদের মুক্তির আলোচনা অনেকদূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

ডিএনসিসি কার্যালয় সরানোর মধ্য দিয়ে কারওয়ান বাজার স্থানান্তরের প্রক্রিয়া শুরু 

বিএসএমএমইউ উপাচার্যের দায়িত্ব নিলেন দীন মোহাম্মদ, বললেন ‘কোনো অন্যায় আবদার শুনব না’

সাত বিভাগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে

বাংলাদেশে মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে সমর্থন অব্যাহত থাকবে: যুক্তরাষ্ট্র

সীমান্তে নিহত দুই বাংলাদেশির লাশ ফেরত দিলো বিএসএফ

ট্রেনে ঈদযাত্রা: পঞ্চম দিনের মতো অগ্রিম টিকিট বিক্রি শুরু

৫০ হাজার টন ভারতীয় পেঁয়াজ আমদানির অনুমোদন

এই বিভাগের সব খবর

শিরোনাম :